Virat Kohli

বেঙ্গালুরু না রাখায় মনখারাপ, তবে কোহলির অবদান এখনও ভুলতে পারছেন না সিরাজ

২০১৮ সাল থেকে খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। সেই মহম্মদ সিরাজ দল বদলে গুজরাত টাইটান্সে। বেঙ্গালুরু ধরে না রাখায় এখনও মন খারাপ সিরাজের। তবে ক্রিকেটজীবনে বিরাট কোহলির যে অবদান রয়েছে তা ভুলতে পারছেন না তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৭:১৮
Share:
cricket

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং মহম্মদ সিরাজ। ছবি: সমাজমাধ্যম।

২০১৮ সাল থেকে খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। তবে গত বছর মহা নিলামে তারা ধরে রাখেনি। সেই মহম্মদ সিরাজ দল বদলে গুজরাত টাইটান্সে। বেঙ্গালুরু ধরে না রাখায় এখনও মন খারাপ সিরাজের। তবে তাঁর ক্রিকেটজীবনে বিরাট কোহলির যে অবদান রয়েছে তা ভুলতে পারছেন না তিনি।

Advertisement

এক সাক্ষাৎকারে সিরাজ বলেছেন, “সত্যি বলতে, আমার কেরিয়ারে কোহলির অবদান মারাত্মক। ২০১৮ এবং ২০১৯ সালে আমার খারাপ সময় চলাকালীন সব সময় পাশে ছিল। নিলামেও আমাকে ধরে রেখেছিল। তার পর থেকেই আমার পারফরম্যান্স ভাল হতে শুরু করে।”

সিরাজের সংযোজন, “কোহলি বরাবরই পাশে দাঁড়িয়েছে। আরসিবি ছাড়ার মুহূর্তটা খুব আবেগপ্রবণ আমার কাছে। দেখা যাক আরসিবির বিরুদ্ধে কেমন খেলতে পারি। ২ এপ্রিলের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি।”

Advertisement

বেঙ্গালুরুর হয়ে ৮৭ ম্যাচে ৮৩ উইকেট নিয়েছেন সিরাজ। সেই দলের হয়ে ভাল খেলেই জাতীয় দলের জার্সি পরার সুযোগ পেয়েছেন। গত বছর মহা নিলামে ১২.২৫ কোটি টাকায় সিরাজকে কেনে গুজরাত।

নতুন দলের হয়ে নিজের সেরাটা দিতে মরিয়া সিরাজ। বলেছেন, “খুব ভাল অনুশীলন করছি। দলের সব জোরে বোলারদের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। আমাদের বোলারেরা জানে কী ভাবে পরিকল্পনা করতে হয় এবং সেটা কাজে লাগাতে হয়। সবার সঙ্গে অনুশীলন করে বেশ ভাল লাগছে। গুজরাতে যোগ দিয়ে খুশি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement