বাংলাদেশের মেয়েরা প্রথম জয় পেলেও চলতি বিশ্বকাপে পর পর চার ম্যাচে হেরেছে পাকিস্তান। লিগ তালিকায় সব শেষে রয়েছে তারা। এই নিয়ে মেয়েদের বিশ্বকাপে টানা ১৮ ম্যাচ হারল তারা। বাংলাদেশকে হারানোর সুযোগ পেয়েও মিডল অর্ডারের ব্যর্থতায় হাতছাড়া হল ম্যাচ।
মেয়েদের বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল বাংলাদেশ ছবি: টুইটার।
শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। কিন্তু বাংলাদেশের স্পিনার নাহিদা আখতার মাত্র ৬ রান দেন। পাকিস্তানকে ৯ রানে হারায় বাংলাদেশ। আর সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে নতুন অধ্যায়ের সূচনা করল তারা। মেয়েদের বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল বাংলাদেশ। ম্যাচ জেতার পরেই দেখা গেল মাঠের মধ্যে নাচছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বেশ কিছু ক্ষণ ধরে চলল উল্লাস। প্রথম জয়ের স্বাদ পেলেন নিগার সুলতানা, ফরগনা হকরা।
এ বছরই প্রথম বার মেয়েদের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা। রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হওয়ায় এ বার প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। প্রথম দু’ম্যাচে হারের পরে তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখল বাংলাদেশ। কাকতালীয় ভাবে বাংলাদেশের পুরুযদের দলও ১৯৯৯ সালে তাদের প্রথম বিশ্বকাপের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছিল।
বাংলাদেশের মেয়েরা প্রথম জয় পেলেও চলতি বিশ্বকাপে পর পর চার ম্যাচে হেরেছে পাকিস্তান। লিগ তালিকায় সব শেষে রয়েছে তারা। এই নিয়ে মেয়েদের বিশ্বকাপে টানা ১৮ ম্যাচ হারল তারা। বাংলাদেশকে হারানোর সুযোগ পেয়েও মিডল অর্ডারের ব্যর্থতায় হাতছাড়া হল ম্যাচ।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। শারমিন আখতার ৪৪, ফরগনা ৭১ ও নিগার ৪৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে এক সময় ১৮৩ রান ২ উইকেট ছিল পাকিস্তানের। কিন্তু তার পরেই ধসে পড়ে দলের ব্যাটিং। ১৮৮ রানে ৭ উইকেট পড়ে যায়। নাহিদা খান ৪৩, সিদরা আমিন ১০৪ ও বিসমা ৩১ রান করেন। কিন্তু পর পর উইকেট পড়তে থাকায় ম্যাচ হাতছাড়া হয় পাকিস্তানের।