এক দিকে টিকে ছিলেন নিদরা। কিন্তু অন্য দিকে দ্রুত উইকেট পড়ছিল। শতরান করেন নিদরা। শেষে মারতে গিয়ে ১০৪ রান করে তিনি আউট হলে পাকিস্তানের সব আশা শেষ হয়ে যায়। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান তোলে পাকিস্তান। ৯ রানে ম্যাচ জেতে বাংলাদেশ।
উল্লাস বাংলাদেশের মেয়েদের ছবি: টুইটার।
খেলার বেশির ভাগ সময় জুড়ে দাপট দেখিয়েছিল পাকিস্তান। দেখে মনে হচ্ছিল সহজেই বাংলাদেশকে হারিয়ে দেবে তারা। কিন্তু দুরন্ত প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের মেয়েরা। একের পর এক উইকেট হারাল পাকিস্তান। টান টান ম্যাচে ৯ রানে পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ। সেই সঙ্গে চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল বাংলাদেশ। অন্য দিকে পর পর চার ম্যাচে হেরে লিগ তালিকায় শেষে পাকিস্তান।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফ। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ভাল ছন্দে ছিলেন ওপেনার শারমিন আখতার। ৪৪ রান করেন তিনি। তৃতীয় উইকেটের জন্য ফরগনা হক ও অধিনায়ক নিগার সুলতানার মধ্যে ৯৬ রানের জুটি হয়। নিগার ৪৬ রান করে আউট হলেও ফরগনা অর্ধশতরান করেন। ৭১ রানে শেষ হয় তাঁর ইনিংস। পরের ব্যাটাররা রান না পাওয়ায় ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের টপ অর্ডার ভাল খেলে। দুই ওপেনার নাহিদা খান ও সিদরা আমিন দুরন্ত ছন্দে ছিলেন। প্রথম উইকেটে ৯১ রান করেন তাঁরা। ৪৩ রান করে নাহিদা আউট হওয়ার পরে অধিনায়ক বিসমার সঙ্গে জুটি বাঁধেন সিদরা। বিসমা করেন ৩১। তার পরেই ব্যাটিং বিপর্যয় হয় পাকিস্তানের। ১৮২ রানে ২ উইকেট থেকে ১৮৮ রানে ৭ উইকেট পড়ে যায় তাদের।
এক দিকে টিকে ছিলেন নিদরা। কিন্তু অন্য দিকে দ্রুত উইকেট পড়ছিল। শতরান করেন নিদরা। শেষে মারতে গিয়ে ১০৪ রান করে তিনি আউট হলে পাকিস্তানের সব আশা শেষ হয়ে যায়। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান তোলে পাকিস্তান। ৯ রানে ম্যাচ জেতে বাংলাদেশ।