হরমনপ্রীত কউর। — ফাইল চিত্র।
ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও আগামী তিন বছরের সূচি ঘোষণা করে দিল আইসিসি। আগামী তিন বছরের সূচিতে জোর দেওয়া হয়েছে টেস্ট ক্রিকেটে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড— তিন প্রধান দেশ অনেক বেশি টেস্ট খেলবে। একটি নতুন প্রতিযোগিতাও চালু করা হচ্ছে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) জন্য আলাদা সময় রাখা হয়েছে।
২০২৬ সালে ডব্লিউপিএল খেলা হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এটি ছাড়াও ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (অগস্ট) এবং ‘উইমেন্স বিগ ব্যাশ লিগ’-এর (নভেম্বর) আলাদা সময় রাখা হয়েছে। সে বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় গিয়ে একটি টেস্ট, তিনটি করে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলবে ভারত।
এ বার এক দিনের ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ বেড়ে হয়েছে ১১ দলের। নতুন সংযোজন জ়িম্বাবোয়ে। মহিলাদের চ্যাম্পিয়নশিপে প্রতিটি দল চারটি দেশের বিরুদ্ধে ঘরের মাটিতে এবং চারটি দেশের বিরুদ্ধে বিদেশে খেলবে। ভারত দেশে খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। বিদেশে খেলবে নিউ জ়িল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ় খেলবে ভারত। আয়োজক দেশ এবং ভারত ছাড়াও সেখানে খেলবে নিউ জ়িল্যান্ড। সে দেশেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ছাড়া, ২০২৭ সালে শ্রীলঙ্কায় একটি টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, যেখানে খেলবে ছ’টি দল। ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও প্রতি বছর আইসিসি একটি করে প্রতিযোগিতা আয়োজন করতে চায়। তাই এই নতুন প্রতিযোগিতা।