ICC World Test Championship

বাংলাদেশের বিরুদ্ধে হারলে কোথায় নামবে ভারত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চাপ বাড়বে কতটা?

পর পর তিন বার ফাইনাল খেলার সুযোগ রয়েছে রোহিত শর্মাদের সামনে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের ফল কতটা প্রভাব ফেলবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওঠার পথে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৭
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ় শুরু বৃহস্পতিবার থেকে। যে সিরিজ় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ভারত লড়ছে ফাইনালে ওঠার জন্য। পর পর তিন বার ফাইনাল খেলার সুযোগ রয়েছে রোহিত শর্মাদের সামনে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের ফল কতটা প্রভাব ফেলবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে?

Advertisement

ভারত এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে রয়েছে। ৯ ম্যাচ খেলে তারা পেয়েছে ৭৪ পয়েন্ট। তারা ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তারা পেয়েছে ৬২.৫০ শতাংশ পয়েন্ট। এই দুই দেশ গত বার ফাইনাল খেলেছিল। ভারতকে হারিয়ে ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট জিতলে ভারত পাবে ২৪ পয়েন্ট। সে ক্ষেত্রে ভারত পাবে ৭৪.২৪ শতাংশ পয়েন্ট। যদি ভারত একটি জেতে এবং একটি ম্যাচ ড্র হয় তা হলে ভারত পাবে ১৮ পয়েন্ট। ভারত পাবে ৬৯.৬৯ শতাংশ পয়েন্ট। ভারত যদি একটি ম্যাচ হেরে যায় এবং একটি জেতে তা হলে ১২ পয়েন্ট পাবে। তখন ৬৫.১৫ শতাংশ পয়েন্ট পাবে তারা। দু’টি টেস্ট ড্র হলেও এটাই হবে। যদি দু’টি টেস্টেই ভারত হেরে যায় তা হলে ভারতের হবে ৫৬.০৬ শতাংশ পয়েন্ট। অস্ট্রেলিয়া তখন শীর্ষে উঠে আসবে।

Advertisement

এ বারের ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে প্রথম বারের চ্যাম্পিয়ন নিউ জ়িল্যান্ড। তারা এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলছে। তৃতীয় স্থানে থাকা কিউইরা ৫০.০০ শতাংশ পয়েন্ট পেয়েছে। ভারতের বিরুদ্ধে খেলতে নামা বাংলাদেশ পেয়েছে ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট। তারা চতুর্থ স্থানে রয়েছে। শ্রীলঙ্কা রয়েছে পঞ্চম স্থানে। ৪২.৮৬ শতাংশ পয়েন্ট পেয়েছে তারা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে কিউইরা যদি দু’টি টেস্ট জেতে, তা হলে তাদের মোট পয়েন্ট হবে ৬০। সে ক্ষেত্রে তারা পৌঁছে যাবে ৬২.৫ শতাংশ পয়েন্টে। অস্ট্রেলিয়ার সঙ্গে একই জায়গায় থাকবে তারা। অর্থাৎ ভারত যদি দু’টি টেস্টের মধ্যে একটি টেস্ট জিততে পারে তা হলেই শীর্ষস্থান ধরে রাখতে পারবে।

ইংল্যান্ড পেয়েছে ৮১ পয়েন্ট। ১৬টি টেস্ট খেলেছে তারা। ৪২.১৯ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট। পাকিস্তান পেয়েছে ১৯.০৫ শতাংশ পয়েন্ট। অষ্টম স্থানে রয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ় সকলের শেষে। তারা ৯ ম্যাচ খেলে পেয়েছে ১৮.৫২ শতাংশ পয়েন্ট।

ভারতের আগামী চার মাসে ১০টি টেস্ট খেলতে হবে। তার মধ্যে পাঁচটি ম্যাচ ঘরের মাঠে। বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টের পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টেস্ট খেলবে ভারত। তার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলতে যাবেন রোহিতেরা। অস্ট্রেলিয়ায় গিয়ে খেলবেন তাঁরা। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ঘরের মাঠের পাঁচটি টেস্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement