—প্রতীকী চিত্র।
দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে হার ফুলহ্যামের। প্রেস্টনের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে গেল প্রিমিয়ার লিগের ক্লাব। লিগ কাপের ইতিহাসে সবচেয়ে লম্বা টাইব্রেকারের পর হারল ফুলহ্যাম। ১৬-১৫ গোলে জয় প্রেস্টনের।
মঙ্গলবার রাতে ৩৪টি পেনাল্টি কিকের পর জয়ী দলকে পাওয়া গেল। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। একটি করে পেনাল্টি ফসকে এক সময় টাইব্রেকারে ১৫-১৫ ফল ছিল। এর পর ফুলহ্যামের টিমথি কাস্টানে বাইরে মারেন। প্রেস্টনের রিয়ান লেডসন ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন। সেই সঙ্গে জিতে নেন ম্যাচও।
২০১৬ সালে লিগ কাপে সবচেয়ে লম্বা টাইব্রেকারটি হয়েছিল। সে বার ১৪-১৩ গোলে জিতেছিল ডার্বি। হারিয়ে দিয়েছিল কার্লিসলেকে। সেই রেকর্ড ভেঙে গেল মঙ্গলবার।
অন্য দিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৭-০ গোলে হারিয়ে দিয়েছে বার্নসলেকে। উইঙ্গার অ্যান্টনি এই মরসুমে নিজের প্রথম গোলটি করেন। মার্কাস রাশফোর্ড দু’টি গোল করেন। গোল করেন আলেয়ান্দ্রো গারনাচোও। তৃতীয় সারির দল বার্নসলের বিরুদ্ধে কখনও চাপে ছিল না ম্যাঞ্চেস্টার। যদিও প্রিমিয়ার লিগে দশম স্থানে রয়েছে তারা।
অন্য ম্যাচে, এভার্টনকে হারিয়ে দেয় সাদাম্পটন। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়েছিল। পেনাল্টিতে ৬-৫ গোলে জিতে নেয় সাদাম্পটন। ক্রিস্টাল প্যালেস ২-১ গোলে জিতেছে কিউপিআরের বিরুদ্ধে। ব্রেন্টফোর্ড ৩-১ গোলে হারিয়ে দিয়েছে তৃতীয় সারির দল লেটন ওরিয়েন্টকে।