অধিনায়ক হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার লক্ষ্যে নামবেন রোহিত শর্মা। —ফাইল চিত্র
ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও কি বৃষ্টির আশঙ্কা রয়েছে? গত বার বৃষ্টির কারণে ভারত-নিউ জ়িল্যান্ড ফাইনালে একটা গোটা দিনের খেলা ভেস্তে গিয়েছিল। এ বারও কি তেমন কিছুর আশঙ্কা করছে আইসিসি! জবাব দিলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এক আধিকারিক।
৭ জুন থকে ইংল্যান্ডের ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই বলে জানিয়েছেন আইসিসির ম্যানেজিং ডিরেক্টর অফ ক্রিকেট ওয়াসিম খান। তিনি বলেছেন, ‘‘বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদি কোনও কারণে বৃষ্টি হয় তা হলে তার জন্য রিজার্ভ ডে রয়েছে।’’
ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ড না থাকলেও তাতে মাঠ ভরাতে সমস্যা হবে না বলেই মনে করেন ওয়াসিম। তিনি বলেন, ‘‘ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। ওরা জানিয়েছে, ফাইনালের উন্মাদনা রয়েছে। টিকিট বিক্রি দেখে বোঝা যাচ্ছে অন্তত প্রথম চার দিন মাঠ ভর্তি থাকবে। কারণ, বিশ্বের সেরা দুই দল ফাইনালে নামছে।’’
গত বছরও ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল। সে বার সাউদাম্পটনে ভারত ও নিউ জ়িল্যান্ড মুখোমুখি হয়েছিল। কেন পর পর দু’বছর ইংল্যান্ডে খেলা হচ্ছে, তার কারণও জানিয়েছেন ওয়াসিম। তিনি বলেন, ‘‘আসলে যে সময়ে ফাইনাল হয় সেই সময়ে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। ফলে খেলার পরিবেশ খুব ভাল থাকে। সেই কারণে ইংল্যান্ডে ফাইনাল হয়। এ বারও ইংল্যান্ডে পরিবেশ ভাল।’’
গত বার ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। তাই এ বার বিরাট কোহলি, রোহিত শর্মাদের সামনে সুযোগ রয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার। ইতিমধ্যেই কোহলি-সহ বেশ কয়েক জন ক্রিকেটার ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। আইপিএল হয়ে গেলে বাকিরাও দলের সঙ্গে যোগ দেবেন।