শেষ আপডেট:
৩০ মে ২০২৩ ০১:২১
আউট ধোনি
প্রথম বলেই শূন্য রানের মাথায় আউট মহেন্দ্র সিংহ ধোনি।
শেষ আপডেট:
৩০ মে ২০২৩ ০১:২০
রায়ডু আউট
১৯ রান করে আউট হলেন অম্বাতি রায়ডু।
শেষ আপডেট:
৩০ মে ২০২৩ ০১:১৯
আউট রাহানে
২৭ রান করে আউট অজিঙ্ক রাহানে।
শেষ আপডেট:
৩০ মে ২০২৩ ০০:৪৫
আউট কনওয়ে
৪৭ রান করে নুর আহমেদের বলে আউট হলেন ডেভন কনওয়ে। এক ওভারে চেন্নাইকে জোড়া ধাক্কা দিলেন নুর।
শেষ আপডেট:
৩০ মে ২০২৩ ০০:৪১
আউট গায়কোয়াড়
১৬ বলে ২৬ রান করে নুর আহমেদের বলে আউট হলেন রুতুরাজ গায়কোয়াড়।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২৩:৫০
খেলা শুরু হবে ১২.১০ মিনিটে
১৫ ওভারের খেলা হবে। ধোনিদের সামনে লক্ষ্য ১৭১ রান।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২৩:০০
মাঠ এখনও খেলার যোগ্য নয়
এখনই খেলা শুরু হচ্ছে না। সাড়ে ১১টায় আবার মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২২:২৩
১০.৪৫ মিনিটে মাঠ দেখবেন আম্পায়াররা
বৃষ্টি থামলেও মাঠের বেশ কিছু জায়গায় জল জমেছে। ফলে এখনই খেলা শুরু হচ্ছে না। ১০.৪৫ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। তার পরে সিদ্ধান্ত নেবেন তাঁরা।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২২:১৭
থামল বৃষ্টি
কিছু ক্ষণ পরে থেমেছে বৃষ্টি। কিন্তু এখনও খেলা শুরু হয়নি।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২২:০০
আমদাবাদে শুরু বৃষ্টি
চেন্নাইয়ের ইনিংসের প্রথম ওভারে তিন বল খেলা হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে আমদাবাদে। ফলে খেলা বন্ধ রয়েছে।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২১:১৪
২১৪ রান করল গুজরাত
আইপিএল ফাইনালে প্রথমে ব্য়াট করে ২১৪ রান করল গুজরাত। আইপিএলের ফাইনালে এটিই সর্বাধিক রান।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২১:১৩
আউট সুদর্শন
৯৬ রান করে আউট সাই সুদর্শন।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২০:৫৬
সুদর্শনের ব্যাটে বড় রানের পথে হার্দিকরা
অর্ধশতরান করার পরে আরও হাত খুলে খেলা শুরু করেছেন সুদর্শন। তুষার দেশপাণ্ডের এক ওভারে ২০ রান নেন তিনি। মারেন তিনটি চার ও একটি ছক্কা।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২০:৪৮
অর্ধশতরান সাই সুদর্শনের
৩৩ বলে অর্ধশতরান করলেন সাই সুদর্শন।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২০:৪০
আউট ঋদ্ধিমান
৫৪ রান করে দীপক চাহারের বলে আউট হয়ে গেলেন ঋদ্ধিমান। ক্যাচ ধরলেন সেই ধোনি।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২০:৩৫
হাত খুলে খেলছেন গুজরাতের দুই ব্যাটার
প্রথমে কিছুটা ধরে খেললেও হাত খোলা শুরু করেছেন সাই সুদর্শন। বড় রানের পথে এগোচ্ছেন ঋদ্ধিমান সাহাও।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২০:৩২
ঋদ্ধিমানের অর্ধশতরান
৩৬ বলে নিজের অর্ধশতরান করলেন ঋদ্ধিমান সাহা।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২০:২৮
খারাপ ফিল্ডিং চেন্নাইয়ের
ম্যাচের শুরু থেকেই খারাপ ফিল্ডিং শুরু করেছে চেন্নাই। ফিল্ডিং মিস করে রান গলানো থেকে শুরু করে ক্যাচ ছাড়া, কিছুই বাকি নেই। তার সুবিধা পাচ্ছে গুজরাত।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২০:১৯
রানের গতি কমেছে গুজরাতের
শুভমন আউট হওয়ার পরে রানের গতি কমেছে গুজরাতের। ব্যাটাররা হাত খুলে খেলতে পারছেন না।
শেষ আপডেট:
২৯ মে ২০২৩ ২০:০৮
আউট শুভমন
৩৯ রানের মাথায় ধোনির হাতে স্টাম্প হলেন শুভমন গিল। উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা।