IPL 2023 Final

আইপিএল ফাইনালে কোন পথে গুজরাতকে হারিয়ে জিতল চেন্নাই?

বৃষ্টির জেরে রবিবার চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্সের মধ্যে ম্যাচ ভেস্তে গিয়েছে। সেই ম্যাচ হচ্ছে সোমবার। কিন্তু সোমবারও ম্যাচ চলাকালীন বৃষ্টিতে কিছু ক্ষণ বন্ধ হয় খেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ১৯:০১
Share:

আইপিএল জিতল চেন্নাই। —ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ০১:২১ key status

আউট ধোনি

প্রথম বলেই শূন্য রানের মাথায় আউট মহেন্দ্র সিংহ ধোনি। 

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ০১:২০ key status

রায়ডু আউট

১৯ রান করে আউট হলেন অম্বাতি রায়ডু। 

Advertisement
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ০১:১৯ key status

আউট রাহানে

২৭ রান করে আউট অজিঙ্ক রাহানে।

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ০০:৪৫ key status

আউট কনওয়ে

৪৭ রান করে নুর আহমেদের বলে আউট হলেন ডেভন কনওয়ে। এক ওভারে চেন্নাইকে জোড়া ধাক্কা দিলেন নুর।

Advertising
Advertising
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ০০:৪১ key status

আউট গায়কোয়াড়

১৬ বলে ২৬ রান করে নুর আহমেদের বলে আউট হলেন রুতুরাজ গায়কোয়াড়। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২৩:৫০ key status

খেলা শুরু হবে ১২.১০ মিনিটে

১৫ ওভারের খেলা হবে। ধোনিদের সামনে লক্ষ্য ১৭১ রান। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২৩:০০ key status

মাঠ এখনও খেলার যোগ্য নয়

এখনই খেলা শুরু হচ্ছে না। সাড়ে ১১টায় আবার মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২২:২৩ key status

১০.৪৫ মিনিটে মাঠ দেখবেন আম্পায়াররা

বৃষ্টি থামলেও মাঠের বেশ কিছু জায়গায় জল জমেছে। ফলে এখনই খেলা শুরু হচ্ছে না। ১০.৪৫ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। তার পরে সিদ্ধান্ত নেবেন তাঁরা। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২২:১৭ key status

থামল বৃষ্টি

কিছু ক্ষণ পরে থেমেছে বৃষ্টি। কিন্তু এখনও খেলা শুরু হয়নি। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২২:০০ key status

আমদাবাদে শুরু বৃষ্টি

চেন্নাইয়ের ইনিংসের প্রথম ওভারে তিন বল খেলা হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে আমদাবাদে। ফলে খেলা বন্ধ রয়েছে। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২১:১৪ key status

২১৪ রান করল গুজরাত

আইপিএল ফাইনালে প্রথমে ব্য়াট করে ২১৪ রান করল গুজরাত। আইপিএলের ফাইনালে এটিই সর্বাধিক রান। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২১:১৩ key status

আউট সুদর্শন

৯৬ রান করে আউট সাই সুদর্শন। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২০:৫৬ key status

সুদর্শনের ব্যাটে বড় রানের পথে হার্দিকরা

অর্ধশতরান করার পরে আরও হাত খুলে খেলা শুরু করেছেন সুদর্শন। তুষার দেশপাণ্ডের এক ওভারে ২০ রান নেন তিনি। মারেন তিনটি চার ও একটি ছক্কা। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২০:৪৮ key status

অর্ধশতরান সাই সুদর্শনের

৩৩ বলে অর্ধশতরান করলেন সাই সুদর্শন। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২০:৪০ key status

আউট ঋদ্ধিমান

৫৪ রান করে দীপক চাহারের বলে আউট হয়ে গেলেন ঋদ্ধিমান। ক্যাচ ধরলেন সেই ধোনি।

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২০:৩৫ key status

হাত খুলে খেলছেন গুজরাতের দুই ব্যাটার

প্রথমে কিছুটা ধরে খেললেও হাত খোলা শুরু করেছেন সাই সুদর্শন। বড় রানের পথে এগোচ্ছেন ঋদ্ধিমান সাহাও। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২০:৩২ key status

ঋদ্ধিমানের অর্ধশতরান

৩৬ বলে নিজের অর্ধশতরান করলেন ঋদ্ধিমান সাহা। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২০:২৮ key status

খারাপ ফিল্ডিং চেন্নাইয়ের

ম্যাচের শুরু থেকেই খারাপ ফিল্ডিং শুরু করেছে চেন্নাই। ফিল্ডিং মিস করে রান গলানো থেকে শুরু করে ক্যাচ ছাড়া, কিছুই বাকি নেই। তার সুবিধা পাচ্ছে গুজরাত। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২০:১৯ key status

রানের গতি কমেছে গুজরাতের

শুভমন আউট হওয়ার পরে রানের গতি কমেছে গুজরাতের। ব্যাটাররা হাত খুলে খেলতে পারছেন না। 

শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ২০:০৮ key status

আউট শুভমন

৩৯ রানের মাথায় ধোনির হাতে স্টাম্প হলেন শুভমন গিল। উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement