ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
মহম্মদ সিরাজের কাছে ক্ষমা চেয়ে নিলেন ঋষভ পন্থ। তাঁর ভুল সিদ্ধান্তের জন্য নিশ্চিত উইকেট থেকে বঞ্চিত হতে হয়েছে সিরাজকে। টেলিভিশন রিপ্লে দেখার পর নিজের ভুল বুঝতে পেরে হতাশ সিরাজের কাছে ক্ষমা চান উইকেটরক্ষক-ব্যাটার।
বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে রোহিত শর্মা বল দেন সিরাজকে। ওভারের পঞ্চম বল বাংলাদেশের ওপেনার জ়াকির হাসানের পায়ে লাগে। এলবিডব্লিউয়ের আবেদন করেন সিরাজ। তিনি নিশ্চিত ছিলেন জাকির আউট হয়েছেন। কিন্তু মাঠের আম্পায়ার ভারতীয়দের আউটের আবেদন সাড়া দেননি। ডিআরএস নেওয়ার সুযোগ ছিল ভারতের। অধিনায়ক রোহিত পরামর্শ চান পন্থের। সম্মতি দেননি উইকেটরক্ষক। স্টাম্প মাইক্রোফোনে পন্থকে বলতে শোনা যায়, ‘‘বলের উচ্চতা বেশি না হলেও লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে।’’ পন্থ বোঝাতে চান ডিআরএস নেওয়ার দরকার নেই। কারণ সিরাজের বলটি উইকেটে লাগত না। তাই এলবিডব্লিউ হবেন না জ়াকির। পন্থের পরামর্শ মতো রোহিতও ডিআরএসের আবেদন করেননি।
পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, সিরাজের বলটি লেগ স্টাম্পে লাগত। বল পিচেও পড়েছিল উইকেটের সামনে। অর্থাৎ জ়াকির নিশ্চিত ভাবে আউট ছিল। রিপ্লে দেখার পর নিশ্চিত উইকেট হাতছাড়া হওয়ায় হতাশ হয়ে পড়েন সিরাজ। একটু বিরক্ত হন রোহিতও। নিজের ভুল বুঝতে পারেন পন্থও। তাঁকে হাত তুলে ক্ষমা চাইতে দেখা যায় সিরাজ এবং রোহিতের কাছে।
সিরাজের সেই বলে আউট না হলেও জ়াকির অবশ্য রান পেলেন না চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে। ২২ বল থেকে করলেন ৩ রান। তাঁকে বোল্ড করে দেন বাংলার জোরে বোলার আকাশ দীপ।