india cricket

Rohit Sharma: কেন ওপেন করলেন পন্থ, সিরিজ জিতে ব্যাখ্যা দিলেন রোহিত

বিশ্বকাপের কথা মাথায় রেখে দল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রোহিত। তাই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে সবাইকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৫
Share:

পন্থকে নিয়ে কী বললেন রোহিত ফাইল চিত্র

বোলারদের দাপটে ম্যাচ ও সেই সঙ্গে সিরিজ জিতলেও গোটা ম্যাচ জুড়ে একটাই প্রশ্ন ঘুরেছে ভারতীয় সমর্থকদের মনে। লোকেশ রাহুল দলে থাকলেও কেন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামলেন ঋষভ পন্থ। তবে কি তাঁকে ওপেনার হিসাবে ধরছে ম্যানেজমেন্ট। সব প্রশ্নের জবাব দিলেন রোহিত।

Advertisement

ম্যাচ শেষে রোহিত বলেন, ‘‘আমাকে বলা হয়েছে আলাদা কিছু করার। সেই জন্যই পন্থকে ওপেন করানো হয়েছে। আমরা একটা ম্যাচের জন্যই এই পরীক্ষা করেছিলাম। এটা স্থায়ী কোনও পরিবর্তন নয়। পরের ম্যাচে শিখর দলে ফিরবে। এই পরীক্ষা করার জন্য যদি কয়েকটা ম্যাচে হারতেও হয় তাতে সমস্যা নেই। কারণ আমাদের লক্ষ্য অনেক দূরের। সেই প্রক্রিয়া শুরু হয়েছে।’’

প্রথমে ব্যাট করতে নেমে অল্প রানের মধ্যে তিন উইকেট হারিয়ে সমস্যায় পড়েছিল ভারত। সেখান থেকে দলকে ভাল জায়গায় নিয়ে যান রাহুল ও সূর্যকুমার যাদবের জুটি। এই পরিস্থিতি ব্যাটারদের আরও উন্নত করে তুলছে বলে মনে করেন রোহিত। তিনি বলেন, ‘‘আমাদের কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতার কৌশল শিখতে হবে। সেটা এই ম্যাচে দেখা গিয়েছে। রাহুল, সূর্য খুব ভাল ব্যাট করেছে। এই ইনিংস ওদের অনেক কিছু শেখাবে। ভবিষ্যতের জন্য ভাল হবে।’’

Advertisement

চলতি বছর টি২০ বিশ্বকাপ ও পরের বছর এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে দল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‘আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। বিশ্বকাপের কথা মাথায় রেখে দল তৈরি করা হচ্ছে। তাই দলে মাঝে মধ্যেই কিছু পরিবর্তন করা হচ্ছে। একটা ভাল দল তৈরি করার প্রক্রিয়া শুরু করেছি আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement