India vs West Indies 2022

West Indies: ভারতের বিরুদ্ধে হারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, দাবি পাওয়েলের

পাওয়েল বলেন, “আমরা জুটি গড়তে পেরেছি। সেটা যদি আমরা বার বার করতে পারি তা হলে অবশ্যই জিততে পারব। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের দিকে নজর দিলে বোঝা যাবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে।” দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং যে ভাল হয়নি তা বুঝতে পেরেছেন পাওয়েল। সেই দিকে নজর দিতে চান তিনি। ভারতের দুই স্পিনার যুজবেন্দ্র চহাল এবং রবি বিষ্ণোইয়ের প্রশংসা করেন পাওয়েল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৪
Share:

—ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটারের জন্য দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রায় হারতে বসেছিল ভারত। ৮ রানে ম্যাচ জেতে তারা। সেই রভমান পাওয়েলের মতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ধীরে ধীরে তৈরি হচ্ছেন তাঁরা।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে পাওয়েল বলেন, “আগের সিরিজ যদি আপনারা দেখেন তা হলে বুঝবেন আগের থেকে অনেক পরিণত হয়েছি আমরা। প্রতিটা সিরিজেই আমরা উন্নতি করছি। বিশ্বকাপের জন্য ধীরে ধীরে তৈরি হচ্ছি আমরা।” ইডেনে ৩৬ বলে ৬৮ রান করেন পাওয়েল। নিকোলাস পুরানের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন তাঁরা। তবে শেষ পর্যন্ত জিততে পারেননি। শেষ দু’ওভারে ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে ভারতীয় বোলিং আক্রমণ আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।

Advertisement

পাওয়েল বলেন, “আমরা জুটি গড়তে পেরেছি। সেটা যদি আমরা বার বার করতে পারি তা হলে অবশ্যই জিততে পারব। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের দিকে নজর দিলে বোঝা যাবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে।” দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং যে ভাল হয়নি তা বুঝতে পেরেছেন পাওয়েল। সেই দিকে নজর দিতে চান তিনি। ভারতের দুই স্পিনার যুজবেন্দ্র চহাল এবং রবি বিষ্ণোইয়ের প্রশংসা করেন পাওয়েল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement