Brian Lara

Brian Lara: মাঁকড়ীয় আউট বিতর্ক ফের উস্কে দিলেন লারা, ক্রিকেটীয় স্পিরিট বিরোধী বলে মনে করছেন তিনি

এত দিন পর্যন্ত ক্রিকেটের নিয়মের ৪১ নম্বর ধারায় ছিল মাঁকড়ীয় আউট। এ বার তাকে ৩৮ নম্বর ধারায় নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ এ বার থেকে মাঁকড়ীয় আউটও রানআউট হিসাবেই বিবেচিত হবে। এমসিসি-র তরফে জানানো হয়েছে, এই ধরনের আউট করলে বোলারকে খলনায়ক হিসাবে তুলে ধরা হয়। কিন্তু এটাও আউট করার এক পদ্ধতি। নইলে ব্যাটার অতিরিক্ত সুবিধা পায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ১১:৫৬
Share:

ব্র্যায়ান লারা। —ফাইল চিত্র

এই মাসের শুরুর দিকে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ক্রিকেটের নিয়মে কিছু বদল আনে। সেখানে মাঁকড়ীয় পদ্ধতিতে আউটকে ‘অন্যায় আউট’ না বলে, শুধু মাত্র রান আউট হিসাবে গণ্য করতে বলা হয়েছে। ক্রিকেটাররা এই নিয়ে দুই ধরনের মত প্রকাশ করছেন। এমসিসি-র নতুন নিয়ম নিয়ে খুশি হতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের ব্র্যায়ান লারা।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লারা বলেন, “আমি এখনও মনে করি এই ধরনের আউট ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী নয়।” মাঁকড়ীয় আউট করায় রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তিনি এই ধরনের আউটে কোনও ভুল দেখছেন না। তবে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড এই সিদ্ধান্তের বিরুদ্ধে।

Advertisement

এত দিন পর্যন্ত ক্রিকেটের নিয়মের ৪১ নম্বর ধারায় ছিল মাঁকড়ীয় আউট। এ বার তাকে ৩৮ নম্বর ধারায় নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ এ বার থেকে মাঁকড়ীয় আউটও রানআউট হিসাবেই বিবেচিত হবে। এমসিসি-র তরফে জানানো হয়েছে, এই ধরনের আউট করলে বোলারকে খলনায়ক হিসাবে তুলে ধরা হয়। কিন্তু এটাও আউট করার এক পদ্ধতি। নইলে ব্যাটার অতিরিক্ত সুবিধা পায়।

এ ছাড়াও কোভিডের কারণে বলে থুথু লাগানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। সেই নিয়মকে পাকাপাকি করার প্রস্তাব দিয়েছে এমসিসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement