ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। —ফাইল চিত্র
ভারতের কাছে টেস্ট সিরিজ় হেরেছে ওয়েস্ট ইন্ডিজ়। বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। পুরো খেলা হলে দ্বিতীয় টেস্টও হারার বেশি সম্ভাবনা ছিল ওয়েস্ট ইন্ডিজ়ের। এই পরিস্থিতিতে নিজের দেশের মাঠের পিচ নিয়ে মুখ খুললেন ক্রেগ ব্রেথওয়েট। পিচের সমালোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শেষে ব্রেথওয়েট বলেন, ‘‘আগে ওয়েস্ট ইন্ডিজ়ে খুব ভাল পিচ তৈরি হত। তার ফলে আমাদের ব্যাটারদেরই সুবিধা হত। সবার সমান ধৈর্য থাকে না। আমার মনে হয় আরও ভাল পিচ তৈরি হলে আমাদেরই ব্যাটার ও বোলারদের সুবিধা হবে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ।’’
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিন থেকে বল ঘুরছিল। তার ফলে দুই ইনিংস মিলিয়ে ১০০ ওভারের বেশি ব্যাট করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ১২টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে আরও সমালোচনা হয়েছে। পেসার, স্পিনার কেউ সাহায্য পাননি সেখানে। ফলে খেলায় হার-জিত হয়নি। এ রকম পিচ চাইছেন না ব্রেথওয়েট। আরও ভাল পিচ চাইছেন তিনি।
এর পরে অনেক দিন টেস্ট নেই ওয়েস্ট ইন্ডিজ়ের। আগামী বছর জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে তারা। সেখানে আরও কড়া প্রতিযোগিতার সামনে পড়তে হবে ব্রেথওয়েটদের। তবে দেশের তরুণ প্রতিভাদের নিয়ে আশাবাদী ব্রেথওয়েট। দলের অধিনায়ক বলেন, ‘‘আমাদের দলে অনেক ভাল ভাল খেলোয়াড় আছে। তবে নিজেদের শক্তি নিয়ে আরও খাটতে হবে আমাদের। আমরা জানি সামনে অস্ট্রেলিয়ার মতো কঠিন দল। সেখানে ভাল ফল করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের।’’
দলে কোথায় কোথায় উন্নতি দরকার তা জানেন ব্রেথওয়েট। সেই বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে এখন থেকেই কাজ শুরু করে দিতে চান তিনি। ব্রেথওয়েট বলেন, ‘‘বোলারদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। ওভার প্রতি বেশি রান দিলে হবে না। আরও নিয়ন্ত্রিত বোলিং করতে হবে। কারণ, রান কম উঠলে তবেই ব্যাটার ভুল করবে। ব্যাটারদের আরও কিছুটা ধৈর্য রাখতে হবে। সব সময় শট খেলা যায় না। ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এখন থেকেই আমরা উন্নতির কাজ শুরু করতে চাই।’’