আন্দ্রে রাসেল। — ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় চলার মাঝেই দলে একাধিক বদল করল ওয়েস্ট ইন্ডিজ়। বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন আন্দ্রে রাসেল। তাঁর জায়গায় অলরাউন্ডার শামার স্প্রিঙ্গারকে নেওয়া হয়েছে। দুই ম্যাচের নির্বাসন কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন আলজারি জোসেফ। তিনি দলে এসেছেন শামার জোসেফের জায়গায়।
অলরাউন্ডার রাসেলকে সিরিজ়ের বাকি তিনটি ম্যাচে পাবে না ওয়েস্ট ইন্ডিজ়। এ দিকে আগামী আইপিএলের জন্য তাঁকে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ১২ কোটি টাকা দিয়ে রেখেছে কেকেআর। যদিও আইপিএল শুরু হতে এখনও অনেক দেরি, রাসেলের গোড়ালির চোট কিছুটা হলেও চিন্তায় রাখবে কেকেআরকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টিতেই হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। সিরিজ়ের বাকি তিনটি ম্যাচ হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ় বরাবর সমর্থন পেয়ে এসেছে। ফলে আগামী তিনটি ম্যাচ জিতে সিরিজ় পকেটে পুরতে সেই সমর্থন ক্যারিবিয়ানদের কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে অধিনায়ক শে হোপের সঙ্গে তর্কাতর্কির পর মাথা গরম করে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন জোসেফ। বিতর্কিত সেই ঘটনায় সমালোচিত হন ক্যারিবিয়ান বোলার। শাস্তিও পেতে হয় তাঁকে। ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট গত শুক্রবার জোসেফের শাস্তি ঘোষণা করেছিল। তাঁকে দু’ম্যাচে নির্বাসিত করা হয়েছিল। দেশের হয়ে পরের দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ়ের জোরে বোলার। ম্যাচের পর হোপের কাছে ব্যক্তিগত ভাবে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন জোসেফ। তবু তাঁকে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেতে হয়। ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটের ডিরেক্টর অফ ক্রিকেট মাইলস বাসকোম্বে বলেছিলেন, ‘‘এই ধরনের আচরণ বা ঘটনা আমরা এড়িয়ে যেতে পারি না। সব কিছু খতিয়ে দেখে এবং ঘটনার তাৎপর্য বুঝে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’’
অন্যায় স্বীকার করে নিয়েছিলেন জোসেফও। তাঁর দেওয়া বিবৃতি প্রকাশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট। তাতে ক্যারিবিয়ান বোলার বলেছিলেন, ‘‘আমি আবেগ দিয়ে ক্রিকেট খেলি। আবেগই আমার সেরাটা বার করে নিয়ে আসে। অধিনায়ক হোপ, অন্য সতীর্থ এবং টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি ব্যক্তিগত ভাবে। ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট ভক্তদের কাছেও ক্ষমা চাইছি। জানি এই ধরনের ঘটনা সুদুরপ্রসারী প্রভাব ফেলতে পারে। এমন হতাশাজনক ঘটনার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।’’