কেএল রাহুল। — ফাইল চিত্র।
লখনউ সুপার জায়ান্টস ছেড়ে ‘স্বাধীন’ হয়েছেন কেএল রাহুল। আইপিএলে এ বার অন্য দলের হয়ে খেলতে আগ্রহী বলে নাম দিয়েছেন নিলামে। রাহুলের পছন্দের দল বেঙ্গালুরু। বিরাট কোহলির দলের অধিনায়ক হতে না পারলেও রাহুলের আক্ষেপ নেই। জানালেন, অধিনায়কত্ব দিতেই হবে এমন কোনও শর্ত নেই তাঁর।
সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে রাহুল বলেছেন, “আরসিবি-তে সবচেয়ে ভাল সময় কাটিয়েছি। ওটা আমার ঘর। ঘরেই আপনি বেশি সময় কাটাতে চাইবেন। চিন্নাস্বামীকে আমি ভালই জানি। ওখানে খেলেই বড় হয়েছি। আরসিবি-তে খেলতে সমস্যা নেই। এলাকার কন্নড় ছেলে বলেই লোকে ওখানে চেনে আমায়। সুযোগ পেলে ফিরতে ভালই লাগবে। তবে নিলামে যে কোনও দলেই আপনি যেতে পারেন।”
আরসিবি-র হয়েই আইপিএলে খেলা শুরু রাহুলের। বিরাট কোহলি, ক্রিস গেল সে সময় খেলতেন। মাঝে দু’বছর হায়দরাবাদে কাটিয়ে আবার ২০১৬ সালে আরসিবি-তে ফেরেন। দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর পর পঞ্জাব কিংসে যান এবং অধিনায়ক হন। পরে লখনউয়েও অধিনায়ক ছিলেন।
নেতৃত্বের প্রসঙ্গে রাহুল বলেছেন, “কারও কাছে নেতৃত্বের অনুরোধ করব না। যদি কেউ আমার নেতৃত্বের দক্ষতায় বিশ্বাস রাখে, আমার ক্রিকেট খেলার উপরে ভরসা রাখে এবং যে ভাবে গত চার-পাঁচ বছরে বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছি তা ভাল লাগে, তা হলে অবশ্যই নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি। কিন্তু অধিনায়কত্ব পাওয়ার জন্য কোনও লড়াই করতে রাজি নই। আমি এমন একটা দলে যেতে চাই যেখানে সাজঘরের পরিবেশ ভাল। যেখানে ভালবাসা এবং সমীহ পাব।”