গুডাকেশ মোতি। ছবি: রয়টার্স।
পাকিস্তানের বিরুদ্ধে ১২৭ রানে হারের ম্যাচেও রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারেরা। তবে বল হাতে নয়, তিন ক্যারিবিয়ান বোলার রেকর্ড গড়লেন ব্যাট হাতে। ১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম বার এমন ঘটনা ঘটল।
ওয়েস্ট ইন্ডিজ়ের তিন বোলার গুডাকেশ মোতি, জোমেল ওয়ারিকান এবং জেডন সিলস রেকর্ড গড়লেন। এই প্রথম বার কোনও টেস্টে দলের শেষ তিন জন ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করলেন। পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ় শেষ হয়ে যায় ১৩৭ রানে। এর মধ্যে ৬৬ রানে ৮ উইকেট হারিয়েছিল তারা। শেষ তিন জন মিলে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান। ন’নম্বরে ব্যাট করতে নেমে গুডাকেশ করেন ১৯ রান। ১০ নম্বরে ব্যাট করতে নেমে ওয়ারিকান করেন ৩১ রান এবং ১১ নম্বরে নেমে সিলস করেন ২২ রান।
ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম আট জন ব্যাটারের মধ্যে কেউ ১১ রানের বেশি করতে পারেননি। এই প্রথম টেস্টে শেষ দুই ব্যাটার দলের হয়ে ইনিংসে সর্বোচ্চ রান করেছেন। এই তিন ব্যাটারই দ্বিতীয় ইনিংসে শূন্য করেন।
ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ২৩০ রান তুলেছিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ় শেষ হয়ে যায় ১৩৭ রানে। নিজেরা ২৩০ রানে শেষ হলেও ৯৩ রানে লিড পেয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং আবার ব্যর্থ হয়। মাত্র ১৫৭ রান করে তারা। ওয়েস্ট ইন্ডিজ়ের লক্ষ্য ছিল ২৫১ রান। কিন্তু পাকিস্তানের তিন স্পিনার মিলে ১২৩ রানেই শেষ করে দেয় ক্যারিবিয়ান বাহিনীকে।