Mohammedan Sporting Club

মহমেডানে অনুশীলন বয়কট ফুটবলারদের

বেতনের দাবিতে মহমেডান ফুটবলারদের অসন্তোষ দীর্ঘ দিন ধরেই রয়েছে। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ০৭:৫১
Share:

উদ্বেগ: বন্ধ অনুশীলন। সহকারীর সঙ্গে চের্নিশভ। —ফাইল চিত্র।

বকেয়া বেতনের দাবিতে ফের বিদ্রোহ মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলারদের। সোমবার থেকে যুবভারতীতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি শুরু করার কথা ছিল কোচ আন্দ্রে চের্নিশভের। কিন্তু অনুশীলনে নামলেন শুধু সদ্য যোগ দেওয়া পাঁচ ফুটবলার— রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, মহীতোষ রায়, মনবীর সিংহ ও সাচু সিবি।

Advertisement

বেতনের দাবিতে মহমেডান ফুটবলারদের অসন্তোষ দীর্ঘ দিন ধরেই রয়েছে। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। ফুটবলাররা অনুশীলন বয়কট করে ড্রেসিংরুমে বসেছিলেন। মহমেডান ফুটবলারদের অভিযোগ, প্রত্যেকেরই দু’মাসেরও বেশি বেতন বকেয়া রয়েছে। দিতে পারছেন না অ্যাপার্টমেন্টের ভাড়াও।

মহেমেডানের সিইও চেন্নাইয়িন ম্যাচের আগে বকেয়া মেটানোর আশ্বাস দেওয়ায় মাঠে নেমেছিলেন মিরজালল কাশিমভ-রা। চেন্নাইয়িনের বিরুদ্ধে ০-২ পিছিয়ে পড়া ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান তাঁরা। ২-২ ড্র করেই বঞ্চনার জবাব দিয়েছিলেন মহমেডানের ফুটবলাররা। তা সত্ত্বেও বকেয়াই থাকে বেতন। সূত্রের খবর, সোমবার দুপুরে ক্লাব কর্তারা ফুটবলারদের আলোচনার জন্য ডেকেছিলেন। কিন্তু তাঁরা কেউ যাননি। নামেননি অনুশীলনেও। যদিও ক্লাব কর্তাদের কেউ কেউ দাবি করেছেন, ফুটবলাররা কলকাতায় নেই। খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিদেশিরা তো বটেই, মহমেডানের অধিকাংশ ফুটবলারই রয়েছেন কলকাতায়। চেন্নাইয়িন ম্যাচের পরে কয়েক জন ভিন‌্‌ রাজ্যের ফুটবলার ছুটি কাটাতে বাড়ি গিয়েছিলেন।

Advertisement

এ দিকে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে চ‌্যাম্পিয়নশিপের জন‌্য বহু প্রতীক্ষিত ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি-র ম‌্যাচটি হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। নরহরি শ্রেষ্ঠরা মহমেডানের বিরুদ্ধে খেলবেন ১৮ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement