Virat Kohli

Virat Kohli: শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামের মাঝেই পাগড়ি পরে অনুষ্কার সঙ্গে শ্যুটিংয়ে কোহলী

অবশ্য এই প্রথম নয়, এর আগেও অনেক বার একসঙ্গে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে দেখা গিয়েছে বিরুষ্কাকে। এই রকমের এক শ্যুটিং করতে গিয়েই তাঁদের পরিচয় হয়। তার পর তা গড়ায় প্রেম থেকে বিয়েতে। আবার এক সঙ্গে তাঁদের দেখতে পেয়ে উচ্ছ্বসিত বিরুষ্কার ভক্তরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৭
Share:

অনুষ্কার সঙ্গে শ্যুটিং করলেন কোহলী ছবি: টুইটার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজে বিশ্রামে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী। তার মাঝেই অন্য ছবিতে ধরা পড়লেন তিনি। বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ব্যস্ত কোহলী। অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গেই শ্যুটিং করলেন। সেখানে পাগড়ি পরে দেখা গেল কোহলীকে

Advertisement

সম্প্রতি নেটমাধ্যমে বিরুষ্কার ছবি ভাইরাল হয়। মুম্বইয়ের মেহবুব স্টুডিয়োতে শ্যুটিং করেন তাঁরা। দু’জনকেই দেখা যাচ্ছে ভারতীয় পোশাক পরে রয়েছেন। কোহলীর মাথায় রয়েছে পাগড়ি। যদিও তাঁরা কীসের বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন তা এখনও জানা যায়নি। মুম্বইয়ের মেহবুব স্টুডিয়োতে সেই শ্যুটিং হয়।

অবশ্য এই প্রথম নয়, এর আগেও অনেক বার একসঙ্গে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে দেখা গিয়েছে বিরুষ্কাকে। এই রকমের এক শ্যুটিং করতে গিয়েই তাঁদের পরিচয় হয়। তার পর তা গড়ায় প্রেম থেকে বিয়েতে। আবার এক সঙ্গে তাঁদের দেখতে পেয়ে উচ্ছ্বসিত বিরুষ্কার ভক্তরা।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচের আগেই বোর্ডের কাছে বিশ্রাম চান কোহলী। তাঁকে ১০ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। টি২০ সিরিজের পরে টেস্ট সিরিজের আগে অবশ্য দলের সঙ্গে যোগ দেবেন কোহলী। শ্রীলঙ্কার বিরুদ্ধেই নিজের শততম টেস্ট খেলবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement