দীর্ঘ দিন চেনা ছন্দে নেই কোহলী। ফাইল ছবি।
এশিয়া কাপেই চেনা ছন্দে দেখা যাবে বিরাট কোহলীকে। ইংল্যান্ড সফরের পর বিশ্রাম কোহলীকে তরতাজা ভাবে ফেরাবে আন্তর্জাতিক ক্রিকেটে। তাই বাকি দলগুলিকে সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়াটসন। কোহলীর খারাপ ছন্দের জন্য ঘুরিয়ে ভারতের অতিরিক্ত ক্রিকেটকেও দায়ী করেছেন তিনি।
ওয়াটসন বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটারদের ইদানিং প্রচুর ম্যাচ খেলতে হয়। বিশ্রামের সুযোগ কম। তাই সুযোগ পেলে বিশ্রাম নেওয়া দরকার। কোহলী এক মাস বিশ্রাম নিয়ে ভালই করেছে।’’ ওয়াটসন মনে করেন, বিশ্রাম কোহলীকে তরতাজা করে তুলবে। প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘‘কোহলী কিছু দিন ক্রিকেট থেকে দূরে ছিল। এই সুযোগ ওকে মানসিক এবং শারীরিক ভাবে তরতাজা করে তুলবে। অনেক বেশি শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পারবে।’’
ওয়াটসন আরও বলেছেন, ‘‘কোহলী অত্যন্ত উঁচু মানের ক্রিকেটার। ওর শুধু কয়েকটা বল দরকার। কয়েকটা বল খেললেই ছন্দে পেয়ে যাবে এবং চেনা মেজাজে দেখা যাবে।’’ ওয়াটসনের চোখে আইপিএল থেকেই কোহলীর ক্লান্তি ধরা পড়েছে। বলেছেন, ‘‘আইপিএলের সময়ই ওকে ক্লান্ত দেখাচ্ছিল। অনেকেই বলতে পারেন, ক্লান্তি কোহলীকে কাবু করতে পারে না। মাঠে সব সময় চাঙ্গা থাকে। কিন্তু আইপিএলের সময় কোহলীকে তেমন দেখা যায়নি। আশা করছি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে।’’
ইংল্যান্ড সফরে তিন ধরনের ক্রিকেটের ছ’টি ইনিংসে কোহলী করেন ৭৬ রান। এশিয়া কাপে তেমন হবে না বলেই মনে করেন ওয়াটসন। প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘‘এক মাসের বিশ্রাম কোহলীর মাঠের পারফরম্যান্সকে উজ্জ্বল করবে। এশিয়া কাপ তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোহলীকে চেনা ছন্দে দেখা যাবে।’’