ক্রিস গেলের অদ্ভুত দাবি। ফাইল ছবি
ব্যাট হাতে তাঁর দাপট নিয়ে কোনও প্রশ্ন নেই। বল বাউন্ডারির বাইরে পাঠানোই তাঁর নেশা। মাঝেমাঝে অল্পস্বল্প বোলিংও করেন। তাই বলে তিনি মুথাইয়া মুরলীধরনের থেকেও ভাল বোলার? অবিশ্বাস্য শোনালেও এমনই দাবি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার।
গেলকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর ইকনমি রেট সুনীল নারাইনের থেকেও ভাল। এ ব্যাপারে তিনি কী বলতে চান? হাসতে হাসতে ক্যারিবিয়ান ব্যাটারের উত্তর, “আসলে কী জানেন, আমার বোলিং অ্যাকশন খুব স্বাভাবিক। এমনিতেই আমায় বোলিং করতে হয়। আমিই সর্বকালের সেরা অফস্পিনার। মুথাইয়া মুরলীধরন এ ব্যাপারে কোনও লড়াইয়েই আসবে না। সেরা ইকনমি রেট আমার। তার ধারেকাছে নেই সুনীল নারাইন।” বলাই বাহুল্য, পুরোটাই মজার ছলে বলেছেন গেল।
ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে ফেরার পর আর ক্রিকেট খেলেননি। আইপিএলে কেউ তাঁকে কেনেনি। তবে নতুন ফরম্যাট ‘দ্য সিক্সটি’-তে গেল খেলতে চলেছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে। দীর্ঘ দিন না নামলেও টি-টোয়েন্টিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি রান তাঁরই। ৪৬৩টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪৫৬২ রান রয়েছে।