Virat Kohli

Virat Kohli: নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে বিরল নজির তৈরি করলেন বিরাট কোহলী

নিউজিল্যান্ডকে দ্বিতীয় টেস্টে ভারত ৩৭২ রানে হারায়। খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ জিতলেন কোহলী। মোট ৯৭টি টেস্ট খেলেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ১৩:৫৪
Share:

কোহলীর অনন্য কীর্তি ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেটে ৫০টি ম্যাচ জেতা হয়ে গেল বিরাট কোহলীর। তিনিই বিশ্ব ক্রিকেটে একমাত্র, যিনি সব ধরনের ক্রিকেটে ৫০টি ম্যাচ জেতার নজির গড়লেন।

Advertisement

সোমবার মুম্বইতে নিউজিল্যান্ডকে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত ৩৭২ রানে হারায়। এই জয়ের ফলে খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ জিতে ফেললেন কোহলী। মোট ৯৭টি টেস্ট খেলেছেন তিনি। একদিনের ক্রিকেটে কোহলী ২৫৪টি ম্যাচ খেলে ১৫৩টি ম্যাচ জিতেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ৯৫টি ম্যাচ খেলে জিতেছেন ৫৯টি ম্যাচ।

কোহলীর এই কীর্তির জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই টুইট করে লিখেছে, ‘অভিনন্দন বিরাট কোহলী। প্রথম ক্রিকেটার হিসেবে সব ধরনের ক্রিকেটে ৫০টি ম্যাচ জয়।’

Advertisement

নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত টেস্ট ক্রিকেটে আইসিসি ক্রমতালিকাতেও শীর্ষ স্থানে উঠে এসেছে। নিউজিল্যান্ড নেমে গিয়েছে দুই নম্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement