এক নম্বরে কোহলীর ভারত ছবি: টুইটার থেকে।
টেস্ট ক্রিকেটে আবার এক নম্বর জায়গায় চলে এল ভারত। বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে তাদেরই সরিয়ে শীর্ষ স্থানে চলে এলেন বিরাট কোহলীরা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ১-০ ফলে জিতে নেওয়ায় টেস্টে শীর্ষ স্থানে আসতে পারলেন কোহলীরা। সোমবার আইসিসি যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে ভারতের রেটিং পয়েন্ট ১২৪। নিউজিল্যান্ডের ১২১।
এর পর অনেক পিছনে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৮, ইংল্যান্ডের ১০৭। আর কোনও দলের রেটিং পয়েন্ট ১০০-র উপরে নয়।
পাঁচ থেকে দশ নম্বরে রয়েছে পাকিস্তান (৯২), দক্ষিণ আফ্রিকা (৮৮), শ্রীলঙ্কা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৭৫), বাংলাদেশ (৪৯) এবং জিম্বাবোয়ে (৩১)।
২০০৯ সাল থেকে ধরলে গত ১২ বছরে সব মিলিয়ে মোট ৬৯ মাস টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থানে থেকেছে ভারত। এই তালিকায় এর পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৩৯), অস্ট্রেলিয়া (১৭), ইংল্যান্ড (১২), নিউজিল্যান্ড (৮), পাকিস্তান (২)।
২০১৬ সাল থেকে ধরলেও এই তালিকায় ভারত শীর্ষে। গত পাঁচ বছরে কোহলীরা সব মিলিয়ে ৪৮ মাস টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থানে। এরপর রয়েছে অস্ট্রেলিয়া (১৪), নিউজিল্যান্ড (৮), পাকিস্তান (২)।