বিরাট কোহলি। —ফাইল চিত্র।
ব্যাট করতে নেমে কিছুটা সময় নেন পাকিস্তানের মহম্মদ রিজ়ওয়ান। তাতে সময় নষ্ট হচ্ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হল ভারতীয় দলকে। তাই রিজ়ওয়ানকে অভিনব ভাবে তাড়া দিলেন বিরাট কোহলি।
শনিবার আমদাবাদে প্রথম বল খেলার আগে গার্ড নিতে বেশ কিছুটা সময় নেন রিজ়ওয়ান। ভারতের ফিল্ডারেরা কোথায় কোথায় দাঁড়িয়ে রয়েছেন, তাও দেখছিলেন কিছুক্ষণ ধরে। ফলে নষ্ট হচ্ছিল সময়। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ৫০ ওভার বোলিং শেষ করতে হয়। পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটারকে সময় নষ্ট করতে দেখে তাঁকে তাড়া দেন বিরাট। তবে সরাসরি কিছু বলেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি বার বার হাতের ঘড়িতে সময় দেখার অভিনয় করেন। রিজ়ওয়ানকে বোঝাতে চান সময় নষ্ট হচ্ছে।
দূর থেকে দেখে মনে হচ্ছিল, কোহলির সত্যিই বোধহয় ঘড়ি দেখছেন। কিন্তু আসলে তাঁর হাতে কোনও ঘড়ি ছিলই না। কোহলির নিখুঁত অভিনয় ধরতে পারেননি রিজ়ওয়ানও। তিনি তাড়াতাড়ি ব্যাট করার জন্য প্রস্তুত হয়ে যান। কোহলির এই ঘড়ি দেখার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে হয়। না পারলে ওভার প্রতি ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা দিতে হয় সংশ্লিষ্ট দলকে। সেই শাস্তি এড়াতেই কৌশলে কোহলি তাড়া দিয়েছেন রিজ়ওয়ানকে।