মঙ্গলবার কোহলি এবং অনুষ্কার হাতে আমন্ত্রণপত্র তুলে দিলেন ট্রাস্টের প্রতিনিধি। ছবি: এক্স (টুইটার)।
সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি আমন্ত্রণপত্র পেয়েছেন আগেই। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার নামও শোনা গিয়েছিল আমন্ত্রিতদের তালিকায়। মঙ্গলবার তাঁদের হাতে তুলে দেওয়া হল আমন্ত্রণপত্র। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য কোহলি রয়েছেন বেঙ্গালুরুতে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কাও। দলের হোটেলে গিয়ে তাঁদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধি। কোহলি এবং অনুষ্কা আমন্ত্রণ গ্রহণ করেছেন।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছ’হাজারের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে। কোহলিকে নিয়ে তিন ক্রিকেটার আমন্ত্রণ পত্র পেলেন।
এখন আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়ে ব্যস্ত কোহলি। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রস্তুতি শুরু করবেন প্রাক্তন অধিনায়ক। আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে দু’দেশের পাঁচ টেস্টের সিরিজ়। তার আগে ২৩ জানুয়ারি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।