লক্ষ্য: শাহবাজ়ের ব্যাটিংয়ের উপরে ভরসা বাংলার। ফাইল চিত্র।
শেষ দু’টি ম্যাচই ছিল মরণ-বাঁচন লড়াই। রবিবার মুম্বইকে হারিয়ে শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকতে পেরেছে বাংলা। আজ, মঙ্গলবার তিরুঅনন্তপুরমে প্রতিপক্ষ কর্নাটক। তাদের হারালেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে সুদীপ
চট্টোপাধ্যায়ের দলের।
কর্নাটক এখনও পর্যন্ত তিনটি ম্যাচ জিতেছে প্রথম পর্বে। বাংলা জিতেছে দু’টি। কিন্তু কর্নাটককে বাংলা হারালে দেখা হবে মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে। সেই ভিত্তিতে বাংলা চলে যাবে শেষ ষোলো পর্বে।
মুম্বইয়ের বিরুদ্ধে অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ় আহমেদ রান পাওয়ায় বাংলা শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। ব্যাটিং বিভ্রাট নিয়েই চিন্তিত ছিল যে দল, অনুষ্টুপ ফিরে আসায় তাদের শক্তিই এখন ব্যাটিং। সেই সঙ্গেই বাঁ-হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিকের ছন্দ ভরসা বাড়িয়েছে কোচের। অফস্পিনার ঋত্বিক চট্টোপাধ্যায়ের নিয়ন্ত্রিত বোলিংও স্বপ্ন দেখাচ্ছে বাংলাকে।
তিরুঅনন্তপুরমের সেন্ট জ়েভিয়ার্স মাঠে ম্যাচ রয়েছে বাংলার। এই মাঠে আগে খেলেননি সুদীপরা। কর্নাটকও তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে এই মাঠে। পিচ কী রকম আচরণ করবে, তার উপরে নির্ভর করবে প্রথম একাদশ। তবে কোচ অরুণ লাল কোনও পরিবর্তন করতে চান না। তিনি বলছিলেন, ‘‘শেষ ম্যাচে দল যে ভাবে খেলেছে, তাতে পরিবর্তন আনার কোনও প্রয়োজন দেখছি না। তবে নতুন মাঠে খেলা। সেখানে পিচ কী রকম আচরণ করবে জানি না। সকালে উইকেটের চেহারা দেখেই প্রথম একাদশ চূড়ান্ত করতে হবে।’’
অরুণ যদিও পরিসংখ্যান মিলিয়ে দেখেছেন, এই মাঠে স্পিনাররাই বেশি উইকেট পেয়েছেন। সে ক্ষেত্রে বাংলা দলে স্পিনারের সংখ্যা চার। প্রদীপ্ত, শাহবাজ়, ঋত্বিকের পাশাপাশি লেগস্পিন করেন রণজ্যোৎ সিংহ খাইড়া। করুণ নায়ার, মণীশ পাণ্ডেদের বিরুদ্ধে স্পিন শক্তির উপরেই নির্ভর করছেন বাংলার কোচ। তাঁর কথায়, ‘‘প্রদীপ্ত দারুণ ছন্দে রয়েছে। ঋত্বিক, শাহবাজ়রা রান আটকানোর কাজ করে দিচ্ছে। সীমিত ওভারের ক্রিকেটে রান আটকালেই উইকেট আসে। বোলার হিসেবে বাড়তি কিছু করার প্রয়োজন পড়ে না। বাংলার বোলাররা সহজেই রান আটকানোর কাজ করে চলেছে।’’
বিপক্ষের শক্তি নিয়ে অরুণ ভাবছেন না। কর্নাটক দলে মণীশ, করুণ, কে সি কারিয়াপ্পা, সুচিতের মতো তারকা ক্রিকেটার থাকলেও বাংলার শক্তির উপরেই ভরসা রাখছেন কোচ। বলে দিলেন, ‘‘আমাদের দলীয় বৈঠকে বিপক্ষ নিয়ে সে রকম কোনও কথা হয় না। ওরা কতটা শক্তিশালী, সেটা ভাবলে তো ম্যাচ আগেই হেরে যাব। আমাদের মূল চিন্তা থাকে নিজেদের নিয়ে। মুম্বই ম্যাচে ছেলেদের খেলা দেখে বলে দিতে পারি, আমরা কর্নাটক ম্যাচের জন্য প্রস্তুত। বাকিটা প্রমাণ করতে হবে মাঠেই।’’