চন্দ্রকান্ত পণ্ডিত। —ফাইল চিত্র।
প্রথম ইনিংসে এগিয়ে থেকেও হারতে হল মধ্যপ্রদেশকে। আশা জাগিয়েও পারলেন না চন্দ্রকান্ত পণ্ডিত। কলকাতা নাইট রাইডার্সের কোচ পণ্ডিত রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের কোচ। সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৬২ রানে হারিয়ে ফাইনালে উঠল বিদর্ভ। সেখানে তাদের সামনে মুম্বই।
সেমিফাইনালের শেষ দিক হিসাব স্পষ্ট ছিল। মধ্যপ্রদেশের দরকার ছিল ৯৩ রান। বিদর্ভকে তুলতে হত ৪ উইকেট। কিছুটা হলেও এগিয়ে ছিল বিদর্ভ। শেষ দিনে ৩০ রানে মধ্যপ্রদেশের বাকি ৪ উইকেট পড়ে গেল। ফলে ৬২ রানে ম্যাচ জিতল বিদর্ভ। হেরে মাঠ ছাড়তে হল পণ্ডিতমশাইকে।
প্রথম ইনিংসে বিদর্ভ ১৭০ রান তোলে। জবাবে মধ্যপ্রদেশ তোলে ২৫২ রান। ৮২ রানের লিড পায় মধ্যপ্রদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে বিদর্ভ ৪০২ রান তুলে চাপে ফেলে দেয় পণ্ডিতের দলকে। চতুর্থ ইনিংসে মধ্যপ্রদেশের সামনে লক্ষ্য দেওয়া হয় ৩২১ রানের। সেটা করতে পারল না মধ্যপ্রদেশ। ২৫৮ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস।
রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশের ওপেনার যশ দুবে ৯৪ রান করেন। হর্ষ গাউলি করেন ৬৭ রান। তাঁরা দলকে লড়াইয়ে রেখেছিলেন। তৃতীয় দিন শেষ বেলায় পর পর উইকেট হারিয়ে চাপে মধ্যপ্রদেশ। সেখান থেকে আর ফিরতে পারেনি তারা। ব্যাট হাতে ব্যর্থ কেকেআরের বেঙ্কটেশ আয়ার।