কেকেআরের ক্রিকেটার বেঙ্কটেশ আয়ার। — ফাইল চিত্র।
আইপিএলের নিলামে তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। শোনা যাচ্ছে, অধিনায়কও করা হতে পারে তাঁকে। তবে সেই নিয়ে ভাবছেন না বেঙ্কটেশ আয়ার। তিনি চান দলের ‘নেতা’ হিসাবে থাকতে। অর্থাৎ অধিনায়কের আর্মব্যান্ড হাতে না পরলেও নেতা হিসাবে দলকে পরামর্শ দিতে চান।
এক সাক্ষাৎকারে বেঙ্কটেশ বলেছেন, “আমি বরাবর বলেছি, মধ্যপ্রদেশ, আইপিএল বা ভারত, যে দলেই খেলি না কেন সেখানে নেতা হতে চাই। নেতা হিসাবে আমার ভাবনা, পরামর্শ বাকিদের দিতে চাই। তার জন্য অধিনায়কের তকমা থাকার দরকার পড়ে না। আমি বরাবর সাজঘরে নেতা হতে চাই। যদি অধিনায়কত্বের দায়িত্ব আসে, তা হলে কেকেআরকে নেতৃত্ব দিতে পেরে সম্মানিত হব।”
তবে মধ্যপ্রদেশ বা কেকেআর নয়, ভারতের জার্সি পরাই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান বলে জানিয়েছেন বেঙ্কটেশ। বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত দেশে ফেরার পর আপনারা সবাই মিলে দেশব্যপী উল্লাস দেখেছেন। কে সেই দলের অংশ হতে না চায়! কে ভারতীয় দলে জার্সি পরতে না চায় বলুন! অর্থ এবং দক্ষতার বাইরেও ক্রিকেটে অনেক জিনিস রয়েছে। তাই জন্যই খেলাটাকে আমরা এত ভালবাসি। সেটাকে আবেগ বলে। আমরা ক্রিকেট খেলা শুরু করার সময় এত অর্থ ছিল না। তবে ভারতের খেলা দেখার সুবাদে এই জার্সির মাহাত্ম্য অনেক আগে থেকেই জানতাম। স্বপ্ন দেখি দেশের হয়ে ভাল খেলার পর লোকে আমার জন্য চিৎকার করছে।”