ঘটনাটি ঘটে ১৫ তম ওভারের তৃতীয় বলে। ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি পেসার শেলডন কটরেলের লেগ স্টাম্পের দিকে করা বল ফাইন লেগের দিকে খেলে দেন আয়ার। বলের গতি তো ছিলই, সেই সঙ্গে আয়ারের ব্যাটে লাগার পরে বল তীর বেগে বাউন্ডারির দিকে যায়।
ঝোড়ো ইনিংস খেলেন আয়ার ছবি: টুইটার
তখন ব্যাট করছেন বেঙ্কটেশ আয়ার ও ঋষভ পন্থ। রানের গতি বাড়িয়েছেন তাঁরা। মাঝেমধ্যেই বল গিয়ে আছড়ে পড়ছে বাউন্ডারির বাইরে। সেই সময় আয়ারের একটি শটে আর একটু হলে আহত হচ্ছিলেন তাঁর নিজের দলের ক্রিকেটাররাই। কোনও রকমে নিজেদের বাঁচান যুজবেন্দ্র চহাল, দীপক চাহাররা।
ঘটনাটি ঘটে ১৫ তম ওভারের তৃতীয় বলে। ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি পেসার শেলডন কটরেলের লেগ স্টাম্পের দিকে করা বল ফাইন লেগের দিকে খেলে দেন আয়ার। বলের গতি তো ছিলই, সেই সঙ্গে আয়ারের ব্যাটে লাগার পরে বল তীর বেগে বাউন্ডারির দিকে যায়।
বল যে দিকে যাচ্ছিল সে দিকেই ছিল ভারতীয় দলের ডাগআউট। অনেকেই সেখানে বসেছিলেন। তীব্র গতিতে বল আসতে দেখে তাঁদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বল যাতে তাঁদের গায়ে না লাগে সেই কারণে সরে যেতে থাকেন তাঁরা। সেটা করতে গিয়ে চহালদের মধ্যে কেউ কেউ মাটিতেও পড়ে যান। যদিও শেষ পর্যন্ত কারও গায়ে বল লাগেনি।
শেষ পর্যন্ত ১৮ বলে ৩৩ রানের ইনিংস খেলেন আয়ার। তাঁর সঙ্গে ২৮ বলে ৫২ রান করেন পন্থ। দু’জনে মিলে পঞ্চম উইকেটে ৭৬ রান যোগ করেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করে ভারত। ৮ রানে ম্যাচ জিতে সিরিজ জিতে যায় ভারত।