ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দলের সঙ্গে রয়েছেন কোহলী। অন্য দিকে তিন ফরম্যাটে টানা খেলছেন পন্থও। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ভারতকে বড় রানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেন দু’জনে। কোহলী ও পন্থ দু’জনেই অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত ৮ রানে ম্যাচ জেতে ভারত। ম্যাচের সেরা হন পন্থ।
সিরিজের মাঝেই বাড়ি ফিরলেন দুই ক্রিকেটার ফাইল চিত্র
সিরিজ জেতা হয়ে গিয়েছে। তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার। তাই বিসিসিআই-এর কাছে নাকি ছুটি চেয়েছিলেন বিরাট কোহলী ও ঋষভ পন্থ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ছুটি পেয়েছেন তাঁরা। ইডেনে রবিবার তৃতীয় টি২০ ম্যাচের আগেই বাড়ি ফিরলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান উইকেটরক্ষক।
জানা গিয়েছে, কোহলী ও পন্থকে ১০ দিনের ছুটি দিয়েছে বোর্ড। তার পরেই ফের জৈবদুর্গের মধ্যে ঢুকে পড়তে হবে তাঁকে। শুক্রবার আনন্দবাজার অনলাইন জানিয়েছিল, ২৪ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে টি২০ সিরিজ শুরু হতে চলেছে তাতে সম্ভবত খেলবেন না কোহলী। তিনি বাড়ি ফিরে যাওয়ার পরে সেই সম্ভাবনা আরও বাড়ল। সম্ভবত ৪ মার্চ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের দলে ফিরবেন কোহলী ও পন্থ।
বিসিসিআই-এর এক কর্তা পিটিআই-কে জানিয়েছেন, যেহেতু সিরিজ জেতা হয়ে গিয়েছে তাই দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। জৈবদুর্গের মধ্যে থাকার চাপ সামলানো ও সেই সঙ্গে ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা রাখার জন্য ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নিয়েছে বোর্ড।
ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দলের সঙ্গে রয়েছেন কোহলী। অন্য দিকে তিন ফরম্যাটে টানা খেলছেন পন্থও। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ভারতকে বড় রানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেন দু’জনে। কোহলী ও পন্থ দু’জনেই অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত ৮ রানে ম্যাচ জেতে ভারত। ম্যাচের সেরা হন পন্থ।