Greater Noida

নয়ডার ক্রিকেট মাঠে আবার বিতর্ক, শৌচাগারে ধোয়া হল বাসন, আফগানিস্তান ম্যাচে নতুন সমস্যা

রবিবার বৃষ্টি হয়েছিল। কিন্তু তাতেও সোমবার এবং মঙ্গলবার মাঠ শুকনো করা সম্ভব হয়নি। সেই বিতর্কের মাঝেই নতুন সমস্যা। শৌচাগারে ধোয়া হল বাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৬
Share:

গ্রেটার নয়ডার মাঠ। —ফাইল চিত্র।

গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিংহ পথিক স্পোর্টস কমপ্লেক্সে আফগানিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ। মাঠ ভিজে থাকার কারণে যে খেলা সম্ভব হচ্ছে না। রবিবার বৃষ্টি হয়েছিল। কিন্তু তাতেও সোমবার এবং মঙ্গলবার মাঠ শুকনো করা সম্ভব হয়নি। সেই বিতর্কের মাঝেই নতুন সমস্যা। শৌচাগারে ধোয়া হল বাসন।

Advertisement

মাঠে খাবার পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এক সংস্থাকে। সেই সংস্থার এক কর্মীকে দেখা যায় শৌচাগারে খাবার পরিবেশন করার বাসন ধুতে। যা খুবই অস্বাস্থ্যকর বলে মনে করা হচ্ছে। মাঠে কোনও রকম পরিষেবা নেই বলেও অভিযোগ উঠেছে। সাংবাদিকদের বসার জায়গা নিয়েও সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে শৌচাগারের অবস্থা ভাল নয়। খাওয়ার জলও পর্যাপ্ত পরিমাণে ছিল না বলে অভিযোগ।

গ্রেটার নয়ডার মাঠের অবস্থা দেখে অনেক জল্পনা প্রকাশ্যে আসছে। কেউ জানিয়েছেন, স্রেফ টাকা রোজগার করতেই এই মাঠে ম্যাচ আয়োজন করা হয়েছিল। কারও দাবি, গ্রেটার নয়ডা সম্ভবত শেষ ম্যাচ আয়োজন করে ফেলল। ভারতীয় বোর্ডের দাবি, তারা তিনটি মাঠের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আফগানিস্তান বোর্ডই গ্রেটার নয়ডাকে বেছেছে। ফলে তাদের কিছু করার নেই।

Advertisement

নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা একটি ওয়েবসাইটে বলেছেন, “স্টেডিয়ামটি গ্রেটার নয়ডা কর্তৃপক্ষের। টাকা রোজগার করতেই তাদের কয়েক জন কর্তা এবং আফগান বোর্ডের কয়েক জন কর্তা ওখানে বর্ষার মরসুমে ম্যাচ আয়োজন করেছেন। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা (ইউপিসিএ) অনেক বার ফোন করে বৈঠকের জন্য ডেকেছিল। যা দরকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইউপিসিএ প্রস্তাব দিয়েছিল, কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে ম্যাচ করতে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement