—প্রতীকী চিত্র।
উইকেটরক্ষকের কারণে নো বল। বেঁচে গেলেন ব্যাটার। এমন ঘটনা খুব একটা দেখা যায় না। ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে নর্দাম্পটনশায়ার বনাম সমারসেটের ম্যাচে এমনটাই দেখা গেল। উইকেটরক্ষক লুইস ম্যাকমানাসের ভুলে হল নো বল।
নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেন ম্যাকমানাস। কোহলার ক্যাডমোর ব্যাট করার সময় উইকেটের সামনে বল ধরেন তিনি। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলার বল করার পর, সেই বল ব্যাটে বা ব্যাটারের গায়ে লেগে বা না লেগে স্টাম্প পার করলে তবেই উইকেটরক্ষক ধরতে পারবেন। কিন্তু ম্যাকমানাস যখন বল ধরেছিলেন, তখন তাঁর গ্লাভস উইকেটের সামনে ছিল। ফলে ক্রিকেটের নিয়ম অনুযায়ী নো বল হয়।
ম্যাকমানাস স্টাম্পের জন্য আবেদন করেছিলেন। সেই কারণে মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সাহায্য নন। তখন দেখা যায় যে বলটি উইকেটের সামনে ধরা হয়েছে। সেই কারণে নো বলের সিদ্ধান্ত জানান তৃতীয় আম্পায়ার। ফলে আউট হলেও বেঁচে যান ব্যাটার।
নো বল হওয়ার কারণে সামারসেট পরের বলটি ফ্রি হিট পায়। সেটাতে ছক্কা মারেন কোহলার। তিনি ৬৩ রান করেন। সামারসেট ২০ ওভারে তুলে নেয় ২১৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৭ রানে হেরে যায় নর্দাম্পটনশায়ার।