australia cricket

Pakistan Vs Australia: শতরান ফস্কালেন খোয়াজা, ওয়ার্নার, লাবুশেনদের ব্যাটে বড় রানের পথে অস্ট্রেলিয়াও

তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ২৭১। লাবুশেন ৬৯ ও স্মিথ ২৪ রান করে ব্যাট করছেন। পাকিস্তানের থেকে এখনও ২০৫ রান পিছিয়ে অস্ট্রেলিয়া। উইকেটের যা অবস্থা, যে ভাবে ব্যাটাররা ব্যাট করছেন তাতে এই টেস্টে ফলাফল খুব কঠিন বলেই মনে হচ্ছে।    

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ২০:৪১
Share:

৯৭ রানের মাথায় স্পিনার নৌমান আলির বলে আউট হন খোয়াজা ছবি: টুইটার

রাওয়ালপিন্ডিতে টেস্ট শুরু হওয়ার আগে উইকেট নিয়ে শুরু হয়েছিল মস্করা। সেই মস্করা যে অমূলক ছিল না তা প্রমাণ করলেন ব্যাটাররা। প্রথমে পাকিস্তান। তার পরে সেই পথেই হাঁটলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। পাটা উইকেটে ছন্দে খেললেন উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার, মার্নাশ লাবুশেনরা। তাঁদের ব্যাটে প্রথম ইনিংসে বড় রানের পথে অস্ট্রেলিয়া।

Advertisement

পাকিস্তানের প্রথম ইনিংসে ৪৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দে ছিলেন দুই অজি ওপেনার খোয়াজা ও ওয়ার্নার। পাকিস্তানের পেস বোলাররা তাঁদের বিশেষ সমস্যায় ফেলতে পারেননি। দুই ওপেনারই অর্ধশতরান করেন। রানের গতিও খারাপ ছিল না।

পাক অধিনায়ক বাবর আজম সব বোলারদের ব্যবহার করলেও উইকেট আসছিল না। দুই ওপেনারের মধ্যে দেড়শো রানের জুটি হয়। সেই জুটি ভাঙেন সাজিদ খান। ৬৮ রানের মাথায় ওয়ার্নারকে বোল্ড করেন তিনি। ওয়ার্নার আউট হওয়ার পরে লাবুশেনের সঙ্গে জুটি বাঁধেন খোয়াজা। দু’জনে মিলে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

Advertisement

দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটার খোয়াজা আরও একটি শতরান করবেন। কিন্তু মাত্র তিন রান আগে ৯৭ রানের মাথায় স্পিনার নৌমান আলির বলে আউট হন তিনি। দু’উইকেট পড়ার পরেও অবশ্য খুব একটা সমস্যা হয়নি অজি ব্যাটারদের। দিনের বাকি সময় লাবুশেনের সঙ্গে খেলেন স্টিভ স্মিথ।

তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ২৭১। লাবুশেন ৬৯ ও স্মিথ ২৪ রান করে ব্যাট করছেন। পাকিস্তানের থেকে এখনও ২০৫ রান পিছিয়ে অস্ট্রেলিয়া। উইকেটের যা অবস্থা, যে ভাবে ব্যাটাররা ব্যাট করছেন তাতে এই টেস্টে ফলাফল খুব কঠিন বলেই মনে হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement