T20 World Cup 2021

T20 World Cup 2024: লক্ষ্য অলিম্পিক্স! ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে আমেরিকা

আইসিসি জানিয়েছে, ২০২৪ বিশ্বকাপের আয়োজনের জন্য দরপত্র নেওয়া শুরু হয়েছে। ইউএসএ ক্রিকেট ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যৌথ ভাবে দরপত্র জমা দিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৭:৫৪
Share:

নতুন পরিকল্পনা আইসিসি-র ছবি: টুইটার থেকে।

২০২৪ সালের টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে আমেরিকা। দু’টি আন্তর্জাতিক সংবাদপত্র তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে আইসিসি। সে জন্যই ক্রিকেটকে আরও ছড়াতে চাইছে তারা।

Advertisement

ইতিমধ্যেই আইসিসি জানিয়েছে, ২০২৪ বিশ্বকাপের আয়োজনের জন্য দরপত্র নেওয়া শুরু হয়েছে। ইউএসএ ক্রিকেট ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যৌথ ভাবে দরপত্র জমা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, আইসিসি ২০২৪ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডকে দিতে পারে। ২০ দেশের বিশ্বকাপের পরিকল্পনাও করা হয়েছে।

Advertisement

রিপোর্টে বলা হয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস ও ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়ে আশাবাদী আইসিসি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে বেজিংয়ে বৈঠকের পরে ২০২৮ অলিম্পিক্সের খেলার সূচি প্রকাশ করবে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। আপাতত সে দিকেই তাকিয়ে আইসিসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement