বিশ্বজয়ের সুযোগ উইলিয়ামসনের সামনে ছবি: টুইটার থেকে।
গত পাঁচটি আইসিসি টুর্নামেন্টের মধ্যে চারটিতে ফাইনালে উঠেছেন তাঁরা। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান নিউডিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখতে চান তিনি। একক দক্ষতা নয়, বরং দলগত পারফরম্যান্স তাঁর দলের প্রধান শক্তি বলে মনে করেন তিনি।
ফাইনালে নামার আগে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে উইলিয়ামসন বলেন, ‘‘অস্ট্রেলিয়া দলে ম্যাচ উইনারের সংখ্যা অনেক বেশি। এটাই ওদের দলের শক্তি। কিন্তু আমরা দল হিসাবে খেলি। তাই আমি সবাইকে বলেছি নিজেদের খেলার দিকে মনোসংযোগ করতে। ফাইনালের মঞ্চকে উপভোগ করতে হবে।’’
উইলিয়ামসনের মতে ফাইনালে যে দল বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে পারবে তারা জিতবে। ৩১ বছর বয়সি এই ব্যাটার বলেন, ‘‘মাঠে পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিকল্পনা বদলাতে হবে। আমরা বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে চাই। দল হিসাবে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলেই ম্যাচ জেতা যাবে।’’
গত কয়েক বছরের কঠিন পরিশ্রমের ফলেই দল এই জায়গায় পৌঁছেছে। তাই ফাইনালে সবাই নিজেদের ১০০ শতাংশ দেবেন বলেই মনে করেন কিউয়ি অধিনায়ক। উইলিয়ামসন বলেন, ‘‘গত কয়েক বছরের কঠিন পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। কিন্তু ফাইনালে জিততে পারলে তবেই সেই পরিশ্রমের দাম দেওয়া যাবে। দলের সবাই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। আমাদের পাখির চোখ ট্রফি।’’