Sameer Rizvi

১৩৭, ১৫৩, ২০১, ২০২! নজির আইপিএল নিলামে ৯৫ লক্ষ টাকার ব্যাটারের, হাত কামড়াচ্ছেন ধোনিরা?

চার দিনের ব্যবধানে পর পর দু’টি দ্বিশতরান করেছেন সমীর রিজ়ভি। আইপিএলের নিলামে মাত্র ৯৫ লক্ষ টাকা দাম ওঠা ক্রিকেটারের ব্যাট থামার নাম নিচ্ছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৬
Share:

চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে সমীর রিজ়ভি। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামে মাত্র ৯৫ লক্ষ টাকা দাম পেয়েছেন তিনি। গত বারের তুলনায় অনেকটাই কমেছে তাঁর দর। কিন্তু ব্যাট হাতে ফর্মে রয়েছেন উত্তরপ্রদেশের অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সমীর রিজ়ভি। ঘরোয়া ক্রিকেটে একের পর এক নজির গড়ে চলেছেন তিনি। চার দিনের ব্যবধানে পর পর দু’টি দ্বিশতরান করেছেন তিনি। রিজ়ভির এই ফর্ম দেখে কি হাত কামড়াচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনিরা? কারণ, এ বারের নিলামের আগে চেন্নাই সুপার কিংসেই ছিলেন রিজ়ভি। তাঁকে এ বার ছেড়ে দিয়েছেন ধোনিরা।

Advertisement

চার দিন আগেই ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়েন রিজ়ভি। অনূর্ধ্ব-২৩ স্টেট এ ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। বরোদার মাঠে তাঁর ইনিংসে ভর করে ৪০৫ রান করে উত্তরপ্রদেশ। রিজ়ভি ৯৭ বলে ২০১ রান করেন। ১৩টি চার ও ২০টি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন। কিন্তু তাঁর দুর্ভাগ্য যে এটি লিস্ট এ ম্যাচ না হওয়ায় লিস্ট এ রেকর্ড হিসাবে নথিভুক্ত থাকবে না। লিস্ট এ ম্যাচে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড নথিভুক্ত রয়েছে নিউ জ়িল্যান্ডের চাড বোয়েসের নাম। ১০৩ বলে দ্বিশতরান করেছিলেন তিনি।

চার দিন পর বিদর্ভের বিরুদ্ধে ৪০৭ রান তাড়া করতে নেমে আবার দ্বিশতরান করেন রিজ়ভি। ১৩তম ওভারে নেমে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ১০৫ বলে ২০২ রান করেন তিনি। মারেন ১০টি চার ও ১৮টি ছক্কা। এর আগেও দু’টি ম্যাচে শতরান করেছেন রিজ়ভি। হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১১৪ বলে ১৫৩ ও গুজরাতের বিরুদ্ধে ৬৯ বলে ১৩৭ রান করেছেন তিনি। চলতি প্রতিযোগিতায় ছ’টি ইনিংস খেলেছেন রিজ়ভি। করেছেন ৭২৮ রান।

Advertisement

উত্তরপ্রদেশের বিজয় হজারে দলে রিজ়ভি সুযোগ পাননি। সেই কারণেই অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতা খেলতে হচ্ছে তাঁকে। হয়তো সব অবহেলার জবাব ব্যাট দিয়ে দিচ্ছেন রিজ়ভি। রান থামতে চাইছে না তাঁর ব্যাট থেকে।

২১ বছরের রিজ়ভিকে গত মরসুমে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছিল চেন্নাই সুপার কিংস। সুযোগও পেয়েছিলেন। মহেন্দ্র সিংহ ধোনিদের দলের হয়ে আটটি ম্যাচে মাত্র ৫১ রান করেছিলেন তিনি। ফলে তাঁকে ছেড়ে দিয়েছে চেন্নাই। এ বার নিলামে তাঁকে কিনেছে দিল্লি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement