রিচার্ড কেটেলবোরো। ছবি: টুইটার
তীব্র গরমে অসুস্থ বোধ করায় মাঠ ছাড়তে বাধ্য হলেন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের অন্যতম আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। বুধবার টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের ইনিংসের ১৩৮তম ওভারের পরেই মাঠ ছাড়েন তিনি।
কেটেলবোরোর পরিবর্তে আম্পায়ারিং করতে মাঠে আসেন তৃতীয় আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জো উইলসন। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব সামলান চতুর্থ তথা অতিরিক্ত আম্পায়ার মাসুদুর রহমান। কেটেলবোরোকে আপাতত অতিরিক্ত আম্পায়ার হিসেবে রাখা হয়েছে।
চিকিৎসা এবং বিশ্রামের পর ইংল্যান্ডের আম্পায়ার সুস্থ রয়েছেন। টানা চার দিন তীব্র গরমে মাঠে থাকার জন্যই কেটেলবোরো অসুস্থ হয়ে পড়েন। ম্যাচের শেষ দিন বৃহস্পতিবার তাঁকে আবার দেখা যেতে পারে মাঠে। যদিও সব কিছুই নির্ভর করবে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী।
চট্টগ্রামে কয়েক দিন ধরেই বেশ গরম পড়েছে। ঘটনার সময় মাঠের তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গরম থেকে কিছুটা রেহাই পেতে জল পানের বিরতির সময় ছাতার ছায়ায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন দু’দলের ক্রিকেটাররাও। শরীর ঠান্ডা রাখার জন্য নানা রকম পন্থা নিচ্ছেন তাঁরা।