umpire

T20 World Cup 2021: নিয়ম ভাঙায় টি২০ বিশ্বকাপ থেকে ছ’দিনের জন্য বাদ আম্পায়ার

ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ার হিসেবে দেখা যাওয়ার কথা ছিল গফকে। কিন্তু জৈব দুর্গ ভাঙার কারণে তাঁকে মাঠে নামতে দেওয়া হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৮:০৫
Share:

নিয়ম ভেঙেছেন মাইকেল গফ। —ফাইল চিত্র

টি২০ বিশ্বকাপে আগামী ছ’দিন দেখা যাবে না আম্পায়ার মাইকেল গফকে। জৈব দুর্গ ভাঙার কারণে নিভৃতবাসে পাঠানো হয়েছে তাঁকে। আইসিসি-র জৈব সুরক্ষা কমিটির তরফ থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ডের একটি দৈনিক।

আইসিসি-র এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, “জৈব সুরক্ষা কমিটি আম্পায়ার মাইকেল গফকে ছ’দিনের জন্য নিভৃতবাসে যাওয়ার নির্দেশ দিয়েছে। জৈব দুর্গের নিয়ম ভাঙার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Advertisement

ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ার হিসেবে দেখা যাওয়ার কথা ছিল গফকে। কিন্তু জৈব দুর্গ ভাঙার কারণে তাঁকে মাঠে নামতে দেওয়া হয়নি। তাঁর বদলে ভারতের ম্যাচে আম্পায়ার হিসাবে দেখা যায় মারাইস ইরাসমাসকে।

ডারহামের হয়ে ক্রিকেট খেলতেন গফ। আন্তর্জাতিক মঞ্চে অন্যতম সেরা আম্পায়ার বলে মনে করে হয় তাঁকে। হোটেলের ঘরে বন্দি তিনি। একদিন অন্তর করোনা পরীক্ষা করা হচ্ছে তাঁর। ছ’দিনের নিভৃতবাস শেষে যদি করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে তা হলে ফের মাঠে দেখা যেতে পারে তাঁকে। তবে নিয়ম ভাঙার জন্য তাঁর বিরুদ্ধে আইসিসি কোনও ব্যবস্থা নেবে কি না তা এখনও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement