U19 World Cup

অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ সামলাতে তৈরি আমরা, ছোটদের বিশ্বকাপ ফাইনালের আগে হুঁশিয়ারি উদয়ের

অস্ট্রেলিয়া বা বিশ্বকাপের ফাইনাল বলে নিজেদের চাপে ফেলতে চাইছে না ভারতীয় শিবির। টানা ছ’ম্যাচ জেতা উদয়েরা আর এক ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাইছেন। রয়েছে কিছু নির্দিষ্ট পরিকল্পনাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৬
Share:

উদয় সাহারান। —ফাইল চিত্র।

আমরা প্রস্তুত। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দলের অধিনায়ক উদয় সাহারান। গত বারের চ্যাম্পিয়নেরা টানা ছ’ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন। অস্ট্রেলিয়াকে গুরুত্ব দিলেও বাড়তি সমীহ করতে নারাজ উদয়রা।

Advertisement

ফাইনাল বলে বাড়তি চাপ নিতে নারাজ হৃষীকেশ কানিতকরের ছেলেরা। উদয় বলেছেন, ‘‘আমরা আর পাঁচটা ম্যাচের মতোই দেখছি রবিবারের ফাইনালকে। বাড়তি কিছু ভেবে নিজেদের চাপে ফেলতে চাইছি না। ফাইনাল জানি। আমাদের এর একটা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। আমরা আগের ম্যাচগুলোর মতো একই ভাবে খেলতে চাই।’’

বিশ্বকাপে ফাইনালেই প্রথম বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। তা নিয়েও চিন্তিত নয় ভারতীয় শিবির। অধিনায়ক বলেছেন, ‘‘ওদের সঙ্গে না খেললেও, কয়েকটা ম্যাচ আমরা দেখেছি। বিশেষ করে সেমিফাইনাল। খেলাটা ওরা কী ভাবে শেষ করে, সেটা নিয়ে আমাদের আগ্রহ ছিল। খুব প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ছিল। ফাইনালে আমাদের কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তার একটা ধারণা তৈরি হয়েছে। আমাদেরও নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার জন্য। রবিবার সেগুলো বাস্তবায়িত করাই হবে আমাদের লক্ষ্য।’’

Advertisement

উদয় জানেন ট্রফি জিততে গেলে কঠিন লড়াই করতে হবে। অস্ট্রেলিয়াকে হালকা ভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। তা নিয়ে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘কঠিন ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা। তীব্র লড়াই হতে পারে, মাথায় রাখছি। আমরা তৈরি। আমাদের মাঝের এবং নীচের দিকের ব্যাটারেরাও কঠিন পরিস্থিতিতে ভাল পারফর্ম করেছে। সেই অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে।’’

হারার কথা ভাবছে না ভারতীয় শিবির। এক দিনের বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলিদের হারের কথাও মাথায় রাখছেন না উদয়েরা। তাঁরা শুধু আর একটা ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাইছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement