Prithvi Shaw

১৫৯ রানের ইনিংস খেলেও ভারতীয় দলে ফেরার কথা ভাবছেন না, পৃথ্বীর লক্ষ্য অন্য

চোট সারিয়ে মাঠে ফিরেছেন বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে। ইডেন গার্ডেন্সকে ৩৫ রান করেন। দ্বিতীয় ম্যাচেই করেছেন দাপুটে শতরান। তবু এখনই ভারতীয় দলে ফেরার কথা ভাবছেন না মুম্বইয়ের তরুণ ব্যাটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৭
Share:

পৃথ্বী শ। —ফাইল চিত্র।

চোট সারিয়ে ২২ গজে ফিরেছেন পৃথ্বী শ। মাঠে ফিরে কয়েক দিন আগে ছত্তিশগড়ের বিরুদ্ধে ১৫৯ রানের ইনিংস খেলেছেন মুম্বইয়ের ব্যাটার। সেই ইনিংসের সুবাদে আবার আলোচনা শুরু হয়েছে তাঁকে নিয়ে। তবে পৃথ্বী নিজে এখনই ভারতীয় দলে ফেরার কথা ভাবছেন না। তাঁর লক্ষ্য আপাতত অন্য।

Advertisement

ভারতের হয়ে ৫টি টেস্ট, ৬টি এক দিনের ম্যাচ এবং ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পৃথ্বী। শেষ বার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন ২০২১ সালে ২৫ জুলাই। আড়াই বছরের বেশি ভারতীয় দলে দেখা যায়নি ২৪ বছরের ক্রিকেটারকে। তবু এখনই জাতীয় দলে ফেরার কথা ভাবছেন না পৃথ্বী। তিনি বলেছেন, ‘‘এখনই খুব বেশি কিছু ভাবতে চাই না। রঞ্জি ট্রফি খেলছি। এটা নিয়েই ভাবতে চাইছি। আমার বড় কোনও প্রত্যাশা এখন নেই। আবার মাঠে ফিরেছি। এটাই এখন উপভোগ করতে চাই। চোট সারিয়ে ফেরার পর নিজের সেরাটা দিতে চাই। আমার এখন লক্ষ্য মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি জেতা। দলের জন্য যতটা সম্ভব ততটা অবদান রাখতে চাই। মুম্বইকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করাই এখন লক্ষ্য আমার।’’

আগ্রাসী ব্যাটিং করতে ভাল বাসেন পৃথ্বী। লাল বলের ক্রিকেটে যা সব সময় সম্ভব হয় না। তবু নিজের ব্যাটিংয়ের ধরন বদলাতে ইচ্ছুক নন তিনি। পৃথ্বী বলেছেন, ‘‘আমি ভাল খেলতে চাইছি। মাঠে ফেরার আগে একটা চিন্তা ছিল। যে ভাবে ব্যাট করতে পছন্দ করি, সে ভাবে খেলার সুযোগ পাব কিনা নিশ্চিত ছিলাম না। কিভাবে খেলব, ঠিক কবে মাঠে ফিরতে পারব, ভাল ভাবে শুরু করতে পারব কিনা— এই সব চিন্তা মাথায় ঘুরছিল। মাঠে নামার কয়েক ঘণ্টা পর অবশ্য সব স্বাভাবিক হয়ে গিয়েছে।’’ চোট সারিয়ে ফিরে আসা নিয়ে বলেছেন, ‘‘স্নায়ুর চাপে ভুগছিলাম তেমন নয়। তবে ব্যাটিং শুরুর সময়ের অনুভূতিটা একটু অদ্ভুত ছিল। যাই হোক বিশ্বাস ছিল, সব ঠিক হয়ে যাবে। নিজেকে নিজেই অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। মাঠে আমার শরীরের ভাষাও ঠিক ছিল।’’

Advertisement

পৃথ্বী জানেন, একটা ভাল ইনিংস খেলেই ভারতীয় দলে প্রত্যাবর্তন সম্ভব নয়। রোহিত শর্মার দলের ব্যাটিং অর্ডারে বড় কোনও সমস্যা নেই। যশস্বী জয়সওয়াল, শুভমন গিলের মতো ব্যাটারেরা আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাচ্ছেন। ফলে তাঁকে অপেক্ষা এবং পারফর্ম করতে হবে আপাতত। তাই জাতীয় দলে ফেরার কথা ভেবে নিজেকে চাপে ফেলতে চাইছেন না। রঞ্জি ট্রফিতে নিজেকে আবার প্রমাণ করতে চান। ভাল খেলে মুম্বইকে চ্যাম্পিয়ন করতে পারলে সুযোগ আসতেও পারে ভবিষ্যতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement