BGT 2024-25

বৃষ্টিতে নষ্ট তিন দিনের অর্ধেক, কোণঠাসা ভারতকে বাঁচাবে ব্রিসবেনের আকাশ? মঙ্গলের পূর্বাভাস কেমন

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম তিন দিনে খেলা হয়েছে সব মিলিয়ে ১৩৪.১ ওভার। আবহাওয়া পরিষ্কার থাকলে খেলা হতে পারত ২৭০ ওভার। অর্থাৎ, অর্ধেকের বেশি সময় নষ্ট হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৯
Share:

বৃষ্টির জল থেকে ব্যাট বাঁচানোর চেষ্টা লোকেশ রাহুলের। ছবি: এএফপি।

বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টে কোণঠাসা ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে তৃতীয় দিনের শেষে রোহিত শর্মাদের রান ৪ উইকেটে ৫১। তবু প্যাট কামিন্সদের জয় নিশ্চিত নয়। কারণ ব্রিসবেনের বৃষ্টি। আবার বৃষ্টিই শুধু হার বাঁচাতে পারে রোহিতদের। প্রথম তিন দিনের অনেকটা সময় নষ্ট হয়েছে বৃষ্টির জন্য। স্বভাবতই দু’দলের ক্রিকেটারদের চোখ আকাশের দিকে।

Advertisement

ব্রিসবেন টেস্টের প্রথম দিন খেলা হয়েছিল ১৩.২ ওভার। তাই বাকি দিনগুলিতে নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট আগে খেলা শুরু করার সিদ্ধান্ত হয়। রবিবার ম্যাচের দ্বিতীয় দিন বাদ সাধেনি বৃষ্টি। তৃতীয় দিন সোমবার আবার বৃষ্টির জন্য বার বার বিঘ্নিত হয়েছে খেলা। সাকুল্যে খেলা হয়েছে ৩৩.১ ওভার। অর্থাৎ, তিন দিনের অর্ধেকের বেশি সময়ই নষ্ট হয়েছে বৃষ্টির জন্য। এই পরিস্থিতিতে ম্যাচের ফলাফলের জন্য বাকি দু’দিন পর্যাপ্ত সময় খেলা হওয়া প্রয়োজন।

ম্যাচের চতুর্থ দিনও কি ব্রিসবেনের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে? বৃষ্টি জল ঢালবে ভারত-অস্ট্রেলিয়া লড়াইয়ে? আবহাওয়ার পূর্বাভাস ক্রিকেটের জন্য ইতিবাচক নয়। মঙ্গলবার সকালের কয়েক ঘণ্টা ব্রিসবেনে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের পরের দিকে বেশি বৃষ্টি না-ও হতে পারে। মঙ্গলবার সারা দিনে ১০.১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, জানিয়েছেন কুইন্সল্যান্ডের আবহবিদেরা। আকাশের ৮৮ শতাংশ থাকবে মেঘাচ্ছন্ন। হাওয়ার গতিবেগ থাকতে পারে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৩২ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফলে নির্দিষ্ট সময় খেলা শুরু করা নিয়ে আশঙ্কা থাকছে। ৯০ ওভার খেলা হওয়াও অনিশ্চিত।

Advertisement

ব্রিসবেনের আবহাওয়া হতাশ করতে পারে অস্ট্রেলিয়া শিবিরকে। ক্রিকেটপ্রেমীদের ২২ গজের লড়াই দেখা থেকে বঞ্চিত করতে পারে। এই বৃষ্টির দাপটই আবার ভারতের জন্য সুখকর হতে পারে। সিরিজ়ের ফল ১-১ রেখে মেলবোর্নে পা রাখতে পারেন রোহিতেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement