কলম্বোর স্টেডিয়াম। —ফাইল চিত্র।
কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা-ও মাঠ তৈরি রাখছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের সুপার ফোর এবং ফাইনালে ম্যাচ আয়োজন করতে কোনও অসুবিধা হবে না বলেই আশা করছে তারা। যদিও বৃষ্টি হলে খেলা কী করে হবে সেই প্রশ্ন উঠছে।
সুপার ফোরের পাঁচটি এবং ফাইনাল ম্যাচ হওয়ার কথা কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। ৯ সেপ্টেম্বর সেখানে প্রথম ম্যাচ। ১০ সেপ্টেম্বর সেই মাঠেই ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। এশিয়া কাপের ফাইনাল ১৭ সেপ্টেম্বর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পিচ প্রস্তুতকারক গডফ্রে ডাব্রেরা বলেন, “বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালেও বৃষ্টি হয়েছে। ফলে পিচ এবং তার আশপাশ স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আউটফিল্ডেও জল রয়েছে। কিন্তু আমরা পরিশ্রম করছি। ম্যাচের আগে মাঠ তৈরি করে ফেলার আত্মবিশ্বাস রয়েছে।”
এক সময় জানা গিয়েছিল, কলম্বো থেকে ম্যাচগুলি সরিয়ে দেওয়া হবে। কিন্তু এশিয়ার ক্রিকেট কাউন্সিল ঠিক করে যে ম্যাচ কলম্বোতেই হবে। ডাব্রেরা মনে করেন, তাঁর দল এমন অবস্থা সামাল দিতে যথেষ্ট দক্ষ। তিনি বলেন, “কলম্বো, পাল্লেকেলে এবং হামবানটোটায় বৃষ্টি হচ্ছে। আমরা ১০০ জন মাঠকর্মী নিয়ে কাজ করছি। এই তিন জায়গার পিচই তৈরি রাখা হচ্ছে। ম্যাচ কলম্বোতেই হবে বলে আমাদের জানানো হয়েছে। তবে তিনটি মাঠই তৈরি। প্রয়োজনে যে কোনও জায়গায় খেলা হতে পারে।”
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পিচ প্রস্তুতকারক মনে করেন ম্যাচের সময় বৃষ্টি না হলে কোনও অসুবিধা হবে না ম্যাচ আয়োজন করতে। তবে ডাব্রেরা চান দেশের আবহাওয়া দফতর আগে থেকে সতর্ক করে দিক তাঁদের। তিনি বলেন, “ম্যাচের সময় বৃষ্টি হলে তো কিছু করার নেই। আবহাওয়া দফতর আমাদের ১২ দিন আগে তথ্য দেয়। সেই অনুযায়ী কাজ করতে পারি আমরা। সেটা যদি আরও কিছু দিন আগে পেতে পারি তাহলে সুবিধা হয়।”