আইপিএলের নিলাম। —ফাইল চিত্র।
পরের বছরের আইপিএলের নিলাম হতে পারে দুবাইয়ে। ১৯ ডিসেম্বর হতে পারে সেই নিলাম। ১০ দলের মধ্যে কোন দলের হাতে থাকবে কত টাকা? ক্রিকেটার কেনার ব্যাপারে এগিয়ে থাকবে কোন দল?
প্রতিটি দলকে আরও ৫ কোটি টাকা করে খরচ করতে দেওয়া হবে। ফলে মোট ১০০ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলি। যদিও এ বারে মিনি নিলাম। তাই দলগুলির শেষ নিলামের পর হাতে যত টাকা ছিল, তার সঙ্গে আর ৫ কোটি বেশি টাকা খরচ করতে পারবে। সেই সঙ্গে যদি কোনও ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়, সেই টাকাও খরচ করতে পারবে দলগুলি। এমন অবস্থায় কোন দলের হাতে কত টাকা আছে?
২০২৩ সালের আইপিএলের আগে হওয়া নিলামের পর সব থেকে বেশি টাকা ছিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ১২ কোটি ২০ লক্ষ টাকা রয়েছে তাদের হাতে। সব থেকে কম টাকা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে। ৫ লক্ষ টাকা আছে তাদের হাতে। বাকি আটটি দলের কারও হাতেই ১০ কোটি টাকা নেই।
সানরাইজার্স হায়দরাবাদ (৬ কোটি ৫৫ লক্ষ টাকা), গুজরাত টাইটান্স (৪ কোটি ৪৫ লক্ষ টাকা), দিল্লি ক্যাপিটালস (৪ কোটি ৪৫ লক্ষ টাকা), লখনউ সুপার জায়ান্টস (৩ কোটি ৫৫ লক্ষ টাকা), রাজস্থান রয়্যালস (৩ কোটি ৩৫ লক্ষ টাকা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (১ কোটি ৭৫ লক্ষ টাকা), কলকাতা নাইট রাইডার্স (১ কোটি ৬৫ লক্ষ) এবং চেন্নাই সুপার কিংস (১ কোটি ৫০ লক্ষ টাকা) নিলামে লড়বে সেরা ক্রিকেটার তুলে নেওয়ার জন্য।
১৫ নভেম্বরের মধ্যে সব দলকে জানাতে হবে তারা কোন কোন ক্রিকেটারকে রাখবে আর কাদের ছেড়ে দেবে। মেয়েদের আইপিএলের নিলাম হবে ৯ ডিসেম্বর।