আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
রাজ্য ক্রিকেট সংস্থার সঙ্গে কি বনিবনা হচ্ছে না আইপিএলের দলগুলির? ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ হারার পর পিচের চরিত্র বদলের অনুরোধ করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে। সেই অনুরোধ ফিরিয়ে দেন ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়। সেই ঘটনায় বিতর্ক হয়েছে। কিছু প্রাক্তন ক্রিকেটার কেকেআরকে পরামর্শ দিয়েছেন, ইডেন থেকে নিজেদের কেন্দ্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই বিতর্কের মাঝেই অন্য একটি দল তাদের ঘরের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে। সেই ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সঙ্গে বিবাদ চলছে সানরাইজার্স হায়দরাবাদের। তাদের অভিযোগ, প্রতিটি ঘরের ম্যাচের জন্য রাজ্য ক্রিকেট সংস্থাকে বিনামূল্যে অনেক টিকিট দেওয়া হয়। কিন্তু তার পরেও হায়দরাবাদ ক্রিকেট সংস্থা আরও টিকিট চাইছে। তাদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছে হায়দরাবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএলের গভর্নিং কাউন্সিলকে চিঠি দিয়ে অভিযোগ করেছে তারা। হায়দরাবাদ জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে ঘরের মাঠ বদলে ফেলবে তারা। অন্য কোনও রাজ্যে নিজেদের ঘরের ম্যাচ খেলবে হায়দরাবাদ।
অভিযোগপত্রে সানরাইজার্স হায়দরাবাদের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি লিখেছেন, “হায়দরাবাদ ক্রিকেট সংস্থা, বিশেষ করে সংস্থার সভাপতি যে অপেশাদার মনোভাব দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন তা দেখে মনে হচ্ছে ওরা চায় না আমরা এই মাঠে খেলি। যদি সেটাই হয় তা হলে দয়া করে লিখিত আকারে আমাদের তা জানানো হোক। তা হলে ভারতীয় ক্রিকেট বোর্ড, তেলঙ্গনা সরকার ও আমাদের ম্যানেজমেন্টকে জানিয়ে ঘরের মাঠ বদলে ফেলব আমরা।”
ভারতীয় ক্রিকেট বোর্ড সব কথা জানিয়েছে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে। তা শুনে নড়েচড়ে বসেছে প্রশাসন। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের এক সূত্র বলেছেন, “নজরদার প্রধান (ভিজিল্যান্স চিফ) কোথাকোটা শ্রীনিবাসকে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কেউ দোষী প্রমাণিত হন, তা হলে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
যদিও সানরাইজার্স হায়দরাবাদের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগন্মোহন রাও। তিনি জানিয়েছেন, বিনামূল্যে টিকিট দেওয়ার কোনও দাবি সানরাইজার্স হায়দরাবাদের কাছে করা হয়নি।