IPL 2025

কেকেআর এখনও প্রথম একাদশই খুঁজে পায়নি! মুম্বইয়ের কাছে পর্যুদস্ত হয়ে ফাঁস করলেন দলের ক্রিকেটার

প্রথম তিনটি ম্যাচের মধ্যে দু’টিতে হেরে গিয়েছে কলকাতা। এর মধ্যে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হয়েছিল। সোমবার হেরেছে মুম্বইয়ের বিরুদ্ধে। তার পরেই নিলাম নিয়ে ক্ষোভ রমনদীপ সিংহের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৪:১৮
Share:
KKR

হতাশ কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। —ফাইল চিত্র।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে সাত ওভার বাকি থাকতে ৮ উইকেটে হার। একটি ম্যাচে এত বড় হারে নেট রানরেট এতটাই খারাপ হয়েছে যে, কলকাতা নাইট রাইডার্স এখন পয়েন্ট তালিকায় সবার নীচে। এর মধ্যে ভয়ের কথা শোনালেন রমনদীপ সিংহ। কেকেআরের ব্যাটার জানালেন, দলের প্রথম একাদশই এখনও তৈরি নয়!

Advertisement

এর জন্য রমনদীপ ঘুরিয়ে নিলামকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘‘বড় নিলাম মানেই হতাশা। একটা দল তৈরি করা হয়, কিন্তু তিন বছর পর সেই দল বদলে যায়। তবে হারের জন্য এটা কোনও অজুহাত হতে পারে না।’’ এর পরেই তিনি বলেছেন, ‘‘এই কারণে দলগুলো এখনও প্রথম একাদশ খুঁজছে। আমরাও সেটাই খুঁজছি।”

যদিও রমনদীপের এই বক্তব্য নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, গত বছরের চ্যাম্পিয়ন দল কেকেআর প্রায় গোটা দলটাই ধরে রাখতে পেরেছে। নিলামের আগে তারা নিয়ম মেনে ছ’জনকে রেখেছিল। সেই তালিকায় রমনদীপ নিজেও ছিলেন। সেই সঙ্গে রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকেও রেখেছিল তারা। নিলামে কিনে নিয়েছিল বেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, বেঙ্কটেশ আয়ার, রহমানুল্লা গুরবাজ়, বৈভব আরোরার মতো ক্রিকেটারকে, যাঁরা গত বছর আইপিএলজয়ী দলে ছিলেন। গত বার যাঁরা নিয়মিত খেলেছেন তাঁদের মধ্যে মিচেল স্টার্ক এবং ফিল সল্টকে রাখতে পারেনি কেকেআর। অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে দিয়েছে। তাই রমনদীপ কেন দল বদলে যাওয়ার কথা বললেন, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। প্রায় একই দল ধরে রাখার পরেও কেন কেকেআর প্রথম একাদশ ঠিক করে উঠতে পারেনি, তা নিয়েও প্রশ্ন উঠবে।

Advertisement

প্রথম তিনটি ম্যাচের মধ্যে দু’টিতে হেরে গিয়েছে কলকাতা। এর মধ্যে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হয়েছিল। সোমবার হেরেছে মুম্বইয়ের বিরুদ্ধে। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১১৬ রান করে কলকাতা। অশ্বনী কুমার অভিষেক ম্যাচেই চার উইকেট নেন। মুম্বইয়ের এই বাঁহাতি পেসারের দাপটেই চাপে পড়ে যায় কলকাতা। অল্প রান তাড়া করতে নেমে মুম্বই মাত্র দু’উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ওয়াংখেড়েতে কলকাতাকে ১০ বার হারিয়েছে মুম্বই। একটি মাঠে কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বেশি জয়। এর আগে কলকাতা ইডেনে পঞ্জাব কিংসকে ৯ বার হারিয়েছিল। সেই রেকর্ডও ভেঙে গেল সোমবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement