ICC ODI World Cup 2023

সেমিফাইনালে জায়গা পাকা, পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকার জন্য কী করতে হবে রোহিতদের?

লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে পারবেন তো রোহিত শর্মারা? এখন এটাই একমাত্র প্রশ্ন। সাত ম্যাচে সাতটিতেই জিতেছেন তাঁরা। এর পরেও এক নম্বর স্থানটি নিশ্চিত নয়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ ১৯:১২
Share:

ভারতের সেমিফাইনালে জায়গা পাকা। —ফাইল চিত্র।

বিশ্বকাপের সেমিফাইনালে ভারত নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। কিন্তু লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে পারবেন তো রোহিত শর্মারা? এখন এটাই একমাত্র প্রশ্ন। সাত ম্যাচে সাতটিতেই জিতেছেন তাঁরা। এর পরেও এক নম্বর স্থানটি নিশ্চিত নয়?

Advertisement

ভারতের ঘাড়ের কাছে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সাত ম্যাচে তারা পেয়েছে ১২ পয়েন্ট। কিন্তু নেট রানরেটে দক্ষিণ আফ্রিকা এখনও এগিয়ে ভারতের থেকে। তাই ইডেনে যদি ভারত হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে, তা হলে এক নম্বরে চলে যাবে প্রোটিয়ারা। এক নম্বর স্থান ধরে রাখতে তাই ভারতকে রবিবার জিততেই হবে।

ভারত যদি নিজেদের সব ম্যাচ জিতে নেয়, তা হলে রোহিত শর্মারাই এক নম্বরে থাকবে। কারণ ভারত ছাড়া আর কোনও দলই এখন অপরাজিত নেই। তাই ভারত সব ম্যাচ জিতলে পয়েন্টের বিচারে এক নম্বরে থেকে যাবে। কিন্তু ভারত যদি রবিবার হেরে যায়? তা হলে এক নম্বর হওয়ার সুযোগ চলে আসবে নেদারল্যান্ডসের কাছে। কারণ নেট রানরেটে তারা এগিয়ে রয়েছে। ভারতের কাছে সুযোগ থাকবে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে নেট রানরেটে এগিয়ে যাওয়ার। কিন্তু সেই অঙ্কের বিচারে ভারত যেতে চাইবে না।

Advertisement

ভারত যদি নিজেদের শেষ দু’টি ম্যাচেই হেরে যায় তাহলে, দ্বিতীয় স্থানে শেষ করবে। আবার অস্ট্রেলিয়া যদি নিজেদের শেষ তিনটি ম্যাচ জিতে নেয় সে ক্ষেত্রে ভারত তিন নম্বরেও নেমে যেতে পারে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানে জিতে নেট রানরেট অনেকটাই বৃদ্ধি করে নিলেও ভারতের শীর্ষস্থান ধরে রাখা এখনও নিশ্চিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement