Team India

T20 World Cup 2021: ভারতের ১১ জনের মধ্যে কাকে কত নম্বর দিল আনন্দবাজার অনলাইন

পাশ করতে পারলেন না বিরাট কোহলী, রোহিত শর্মারা কেউই। দেখে নিন ভারতীয় দলের রিপোর্ট কার্ড।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:৩৩
Share:
০১ ১২

মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং। যে ন’জন ব্যাট করেছেন, তাঁদের মধ্যে দু’জন ২০ রান করতে পেরেছেন। বিরাট কোহলীদের কে কত নম্বর পেলেন? আনন্দবাজার অনলাইনের রিপোর্ট কার্ড।

০২ ১২

বিরাট কোহলী: ব্যাটিং অর্ডারে নিজেকে এক ধাপ নামিয়ে এনেছিলেন। তাতে ক্ষতি হয়েছে। ১৭ বল খেলে ৯ রান করেন। স্ট্রাইক রেট ৫২.৯৪।

Advertisement
০৩ ১২

লোকেশ রাহুল: ওপেন করতে নেমে ১৬ বলে ১৮ রান করেন। দ্রুত আউট হয়ে গেলেও বল নষ্ট করেননি। তিনটি চার মারেন।

০৪ ১২

ঈশান কিশন: সূর্যকুমারের জায়গায় দলে নিয়ে ওপেন করতে পাঠানো হয়েছিল। আট বলে চার রান করেন।

০৫ ১২

রোহিত শর্মা: আগের ম্যাচের মতো এই ম্যাচেও প্রথম বলেই আউট হয়ে যাচ্ছিলেন। ক্যাচ পড়ে যায়। সুযোগ কাজে লাগাতে পারেননি। ১৪ বলে ১৪ রান করেন। একটি ছক্কা মারেন।

০৬ ১২

ঋষভ পন্থ: ১২ রান করতে ১৯ বল নেন। স্ট্রাইক রেট ৬৩.১৫।

০৭ ১২

হার্দিক পাণ্ড্য: ২৪ বলে ২৩। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান।

০৮ ১২

রবীন্দ্র জাডেজা: ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি বাউন্ডারি মারেন। সর্বোচ্চ রানও তাঁরই, ১৯ বলে ২৬। বল হাতে দুই ওভারে ২৩ রান দেন।

০৯ ১২

শার্দূল ঠাকুর: ভুবনেশ্বর কুমারের জায়গায় দলে এসেছিলেন। প্রথম ওভারেই ১৪ রান দেন।

১০ ১২

মহম্মদ শামি: এক ওভারের বেশি বল দেওয়া যায়নি। ১১ রান দেন।

১১ ১২

যশপ্রীত বুমরা: ভাল বল করেন। তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে গাপটিলের উইকেট তুলে নেন। দু'টি উইকেট নেন বুমরা।

১২ ১২

বরুণ চক্রবর্তী: চার ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement