রোহিত শর্মা। —ফাইল চিত্র
এ বারের বিশ্বকাপে ভারতের বিজয়রথ থামাতে পারেনি কেউ। আটটি ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছেন রোহিত শর্মারা। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে উঠেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। রবিবার শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। নিয়মরক্ষার এই ম্যাচে ভারতীয় দলে তিনটি বদল হতে পারে। বেঞ্চের কিছু ক্রিকেটারকে খেলিয়ে দেখে নিতে পারেন রোহিতেরা।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ—
রোহিত শর্মা: দলের মতো ভারতের অধিনায়কও ফর্মে রয়েছেন। শুধু মাঠে নেতা হিসাবে নয়, ব্যাট হাতেও ধারাবাহিক ভাবে রান করছেন তিনি। ভারতকে ভাল শুরু দিচ্ছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় রান করতে চাইবেন রোহিত।
ঈশান কিশন: চলতি বিশ্বকাপে তেমন সুযোগ পাননি। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওপেন করতে পারেন তিনি। তা হলে সেমিফাইনালে নামার আগে শুভমন গিল কিছুটা বিশ্রাম পেতে পারবেন।
বিরাট কোহলি: গত ম্যাচেই ইডেনে নিজের ৪৯তম শতরান করে ছুঁয়েছেন সচিন তেন্ডুলকরকে। বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেন কোহলি। পরিচিত মাঠে ৫০তম শতরান করতে চাইবেন বিরাট। তা হলে সেমিফাইনালে আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন তিনি।
শ্রেয়স আয়ার: গত দু’টি ম্যাচে রান পেয়েছেন শ্রেয়স। ভারতের মিডল অর্ডারকে ভাল করতে হলে শ্রেয়সকে ছন্দে থাকতে হবে। বড় রান করার আরও একটি সুযোগ পাবেন শ্রেয়স।
লোকেশ রাহুল: ধারাবাহিক ভাবে রান করছেন। উইকেটের পিছনেও ভাল দেখাচ্ছে। তিনিই ভারতের মিডল অর্ডারের সব থেকে বড় ভরসা। ঈশান থাকলে উইকেটরক্ষকের পরিশ্রম থেকে একটি ম্যাচে বিশ্রাম পেতে পারেন রাহুল।
সূর্যকুমার যাদব: কয়েকটি ম্যাচে রান পেলেও এখনও বড় রান পাননি সূর্য। বেঙ্গালুরুতে সেই আক্ষেপ মিটিয়ে নিতে চাইবেন তিনি।
রবিচন্দ্রন অশ্বিন: বেশি ম্যাচে সুযোগ পাননি। সেমিফাইনালের আগে দলের বড় শক্তি রবীন্দ্র জাডেজাকে একটু বিশ্রাম দিতে পারে ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে প্রথম একাদশে খেলতে পারেন অশ্বিন।
শার্দূল ঠাকুর: প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেললেও হার্দিক পাণ্ড্য চোট পাওয়ার পর থেকে জায়গা পাননি শার্দূল। বেঙ্গালুরুতে সুযোগ পেতে পারেন খেলার। যশপ্রীত বুমরাকে একটি ম্যাচে বিশ্রাম দিয়ে শার্দূলকে খেলাতে পারেন রোহিতেরা। তবে সে ক্ষেত্রে পুরো ১০ ওভার বল করতে হবে তাঁকে।
কুলদীপ যাদব: বিশ্বকাপে ছন্দে রয়েছেন। তবে শেষ কয়েকটি ম্যাচে বেশি বল করতে পারেননি তিনি। বেঙ্গালুরুতে পুরো স্পেল করার চেষ্টা করবেন এই বাঁ হাতি স্পিনার।
মহম্মদ শামি: চার ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি খেলবেন দুরন্ত ছন্দে রয়েছেন। বেঙ্গালুরুতেও আগুন ধরাতে চাইবেন তিনি।
মহম্মদ সিরাজ: চলতি বিশ্বকাপে শেষ দু’টি ম্যাচে ভাল বল করেছেন। বেঙ্গালুরুর সিরাজের চেনা মাঠ। সেখানে নিজের বোলিংয়ের ধার আরও খানিকটা বাড়িয়ে নিতে চাইবেন ভারতীয় পেসার।