রোহিত শর্মা। —ফাইল চিত্র
বিশ্বকাপে তরতর করে এগিয়ে চলছে ভারতের বিজয়রথ। ওয়াংখেড়েতেও জয়ের ধারা বজায় রাখতে চাইছে তারা। জয়ী দলে বদলের কোনও প্রয়োজন আছে বলে মনে করছেন না রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধেও আগের ম্যাচের দল নিয়েই নামছেন তাঁরা।
আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলেছিল ভারত। দলে ছিলেন ছ’জন বিশেষজ্ঞ ব্যাটার। সেই দলই দেখা যাবে মুম্বইয়ে। অর্থাৎ, রোহিতের মতো সূর্যকুমার যাদবও খেলবেন নিজের ঘরের মাঠে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টস হারেন রোহিত। প্রথমে ব্যাট করছে ভারত। তিনি টস জিতলেও প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিতেন বলে জানান রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘আমরা প্রথমে ব্যাট করতাম। কারণ, সন্ধ্যায় আলোর নীচে বল সুইং করে। আমাদের পেসারেরা সুবিধা পাবে।’’
অধিনায়ক হিসাবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমে গর্বিত রোহিত। সেই সঙ্গে তাঁর দায়িত্বও বেড়েছে বলে জানিয়েছেন তিনি। রোহিত বলেন, ‘‘আমার কাছে গর্বের মুহূর্ত। আমরা ভাল খেলছি। সেটাই বজায় রাখতে চাই। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া ভাল নয়। আমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। তা পালন করার চেষ্টা করব।’’
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।