অনুশীলনে ভারতীয় দল ছবি: টুইটার থেকে।
বক্সিং ডে-তে শুরু প্রথম টেস্ট। ইতিহাস তৈরির সুযোগ বিরাট কোহলীদের সামনে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তাই কোনও ফাঁকি রাখতে চায় না দল। সেখানে পা দিয়েই অনুশীলন শুরু করে দিয়েছেন কোহলীরা। নজর রাখছেন দলের কোচ রাহুল দ্রাবিড়।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে কঠোর অনুশীলন করছে ভারতীয় দল। দ্রাবিড় প্রথমে দলকে জড়ো করে তাঁদের কিছু বলছেন। তার পরেই অনুশীলনে নেমে পড়ছে দল। ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনদের বল করতে দেখা যায়। নেটে ব্যাট করেন কোহলী, লোকেশ রাহুলরা। দ্রাবিড়ের সঙ্গে আলাদা ভাবে দেখা যায় কোহলীকে।
অস্ট্রেলিয়ায় পর পর দু’টি সিরিজ জিতেছে ভারত। ইংল্যান্ডেও এগিয়ে থাকা অবস্থায় স্থগিত রয়েছে সিরিজ। কিন্তু দক্ষিণ আফ্রিকায় গত ২৯ বছর ধরে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। দ্রাবিড় নিজে খেলোয়াড় হিসেবে সেখানে বেশ কিছু উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন। কিন্তু সিরিজ জয়ের স্বাদ মেলেনি। কোচ হিসেবে সেই লক্ষ্য পূরণ করতে চাইছেন তিনিও।