রোহিত শর্মা। ছবি: পিটিআই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট হারের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেও বড় ধাক্কা খেল ভারত। পাঁচ নম্বরে নেমে গেলেন রোহিত শর্মারা। ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা উঠে এল এক নম্বরে।
২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত হওয়া বিভিন্ন টেস্ট সিরিজ় মিলিয়ে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। লিগে প্রথম দুই স্থানে থাকা দলের মধ্যে হবে ফাইনাল। পয়েন্ট শতাংশের ভিত্তিতে ঠিক হয় কোন দল কত নম্বরে থাকবে। দক্ষিণ আফ্রিকা এই প্রথম টেস্ট খেলল। সেটি জিতে ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তারা পেয়েছে ৬১.১১ শতাংশ পয়েন্ট। নিউ জ়িল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে। তারা পেয়েছে ৫০ শতাংশ পয়েন্ট। বাংলাদেশও ৫০ শতাংশ পয়েন্ট পেয়েছে। ভারত পঞ্চম স্থানে রয়েছে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে।
এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত একটিও ম্যাচও জিততে পারেনি শ্রীলঙ্কা। কোনও পয়েন্ট পায়নি তারা। বাকি দলগুলির মধ্যে অস্ট্রেলিয়া ষষ্ঠ স্থানে রয়েছে ৪১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ় ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। অষ্টম স্থানে থাকা ইংল্যান্ড পেয়েছে ১৫ শতাংশ পয়েন্ট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত ইনিংসে হেরেছে। ব্যাটে-বলে ভারতকে নাস্তানাবুদ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে।